India VS Pakistan

ভারতের দু’টি উইকেট পেলেই ম্যাচ জিতবে পাকিস্তান, মহারণের আগে হুঙ্কার পাকিস্তানি বোলারের

গ্রুপের ম্যাচে হারলেও সুপার ফোরে জিততে মরিয়া পাকিস্তান। কী ভাবে ভারতকে আটকানো যাবে, সেই পরিকল্পনাও ছকে ফেলেছে তারা। ভারতের দুই ক্রিকেটারকে আগে ফেরানোই লক্ষ্য তাদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১
দ্রুত ভারতের উইকেট ফেলতে চান পাকিস্তানের জোরে বোলার।

দ্রুত ভারতের উইকেট ফেলতে চান পাকিস্তানের জোরে বোলার। ছবি টুইটার

রবিবার সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। প্রতিযোগিতায় দ্বিতীয় বার দেখা হচ্ছে তাদের। গ্রুপের ম্যাচে হারলেও সুপার ফোরে ফলাফল বদলে দিতে চায় পাকিস্তান। কী ভাবে ভারতকে আটকানো যাবে সেই পরিকল্পনাও ছকে ফেলেছে তারা। ভারতের দুই ক্রিকেটারকে আটকাতে পারলেই জয় আসবে, মনে করছেন জোরে বোলার হ্যারিস রউফ।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রউফ বলেছেন, “ওদের দু’জন প্রধান ক্রিকেটার রয়েছে। সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য। দ্রুত ওদের উইকেট নিয়ে নিতে হবে, যাতে পরের দিকে ওরা বিপদে পড়ে যায়। রান করার আগে ওরা কিছুটা সময় নেয়। সেই জায়গা ওদের দিতে চাই না। তাই শুরুতে উইকেট নিতে পারলে ভারতকে ধাক্কা দেওয়া যাবে।”

Advertisement

গ্রুপের দু’টি ম্যাচেই ভারত ভাল খেলেছে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাতে মুখ্য ভূমিকা নেন হার্দিক। বল করে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। পরের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য। ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। সূর্যের ইনিংস দেখে তাঁকে কুর্নিশ করেন বিরাট কোহলীও।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অবশ্য ধাক্কা খেয়েছে ভারত। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। ভারতীয় দলে এসেছেন অক্ষর পটেল। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।

Advertisement
আরও পড়ুন