Arshdeep Singh

ক্যাচ ফস্কে অর্শদীপ সিংহ কাঠগড়ায়! তিনিই কি খলনায়ক? কী বলছে ক্রিকেটমহল

নেটমাধ্যমে সমালোচনা হলেও দল অর্শদীপ সিংহের পাশেই রয়েছে। বিরাট কোহলী রবিবার ম্যাচের পরেই তা বুঝিয়ে দিয়েছেন। তরুণ জোরে বোলারের পাশে কি দাঁড়াচ্ছে ক্রিকেটমহল?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৪
পাকিস্তান ম্যাচে সহজ ক্যাচ ফেলে সমালোচনার শিকার অর্শদীপ।

পাকিস্তান ম্যাচে সহজ ক্যাচ ফেলে সমালোচনার শিকার অর্শদীপ। ছবি: টুইটার।

আসিফ আলির তোলা সহজ ক্যাচ ফেলে সমালোচনার মুখে জোরে বোলার অর্শদীপ সিংহ। রবিবার পাকিস্তানের কাছে ভারত পাঁচ উইকেটে হারায় তাঁকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। যদিও তরুণ জোরে বোলারের পাশে দাঁড়াচ্ছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, মহম্মদ হাফিজদের মতো দু’দেশের প্রাক্তনরা।

অর্শদীপ আইপিএলে নজর কেড়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। সবে আন্তর্জাতিক ক্রিকেটেজীবন শুরু করেছেন। কঠিন ম্যাচ খেলার অভিজ্ঞতা তেমন নেই বাঁহাতি জোরে বোলারের। তার উপর পাকিস্তান ম্যাচ। এমনিতেই চাপে থাকেন দু’দেশের ক্রিকেটাররা। টান টান উত্তেজনার ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটাররাও অনেক সময় ভুল করে ফেলেন। তাই তরুণ ক্রিকেটারের সমালোচনা না করে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন হরভজন, হাফিজরা।

Advertisement

নেটমাধ্যমে অনেকেই অর্শদীপের সমালোচনা করছেন। কেউ কেই কুরুচিকর আক্রমণও করছেন। অনেকেরই বক্তব্য, অর্শদীপ ক্যাচটি ধরলে ভারত জিততেও পারত। এ সব দেখে ক্ষুব্ধ হরভজন। প্রাক্তন অফ স্পিনার নেটমাধ্যমে লিখেছেন, ‘তরুণ অর্শদীপের সমালোচনা বন্ধ করুন। কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে দেয় না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তান তুলনায় ভাল খেলেছে। যাঁরা আমাদের দল এবং অর্শদীপের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করছেন বা হেয় করার চেষ্টা করছেন, তাঁদের দেখে লজ্জা হয়। অর্শদীপ সোনা।’

২৩ বছরের অর্শদীপ সমর্থন পেয়েছেন সীমান্তের ওপার থেকেও। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ লিখেছেন, ‘ভারতীয় দলের সব সমর্থককে অনুরোধ করছি। খেলার মধ্যে আমাদের ভুল হয়েই থাকে। আমরাও মানুষ। দয়া করে কাউকে এই ভুলের জন্য অপমান করবেন না।’ অর্শদীপের পাশে দাঁড়িয়ে পাঠান নেটমাধ্যমে লিখেছেন, ‘অর্শদীপ খুবই দৃঢ় চরিত্রের। তুমি এমনই থাক।’

১৯তম ওভারে লোপ্পা ক্যাচ ফেলায় রবিবার রাতেই খলনায়ক হয়ে যান অর্শদীপ। সতীর্থরাও তাঁর পাশেই রয়েছেন। ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে খারাপ শটে আউট হওয়ার পরের অনুভূতির কথা জানান বিরাট কোহলী। তিনি বলেন, ‘‘চাপের মুখে যে কোনও খেলোয়াড়ই ভুল করে। এ রকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। আমাদের দলের পরিবেশ ভাল। কাল যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে।’’

আরও পড়ুন
Advertisement