Asia Cup 2022

এ ভাবে খেললে জিততে পারব না! ভারতের বিরুদ্ধে নামার আগে ঝগড়া দুই প্রাক্তন পাক অধিনায়কের

হংকংয়ের বিরুদ্ধে মহম্মদ রিজওয়ানের রান করার গতিতে ক্ষুব্ধ ওয়াসিম আক্রম। এ ভাবে খেললে ভারতের বিরুদ্ধে জেতা যাবে না বলে জানিয়েছেন তিনি। আক্রমকে পাল্টা দিয়েছেন ইনজামাম উল হক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৮
বাবরদের দলের ব্যাটারকে নিয়ে ঝগড়া দুই প্রাক্তন অধিনায়কের।

বাবরদের দলের ব্যাটারকে নিয়ে ঝগড়া দুই প্রাক্তন অধিনায়কের। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর-এর ম্যাচে খেলতে নামার আগে ঝগড়ায় জড়িয়ে পড়লেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ও ইনজামাম উল হক। হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের ব্যাটিং দেখে মোটেই খুশি হননি আক্রম। তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে এ ভাবে ব্যাট করলে ম্যাচ জেতা যাবে না। আক্রমের কথার সঙ্গে একমত হতে পারেননি ইনজামাম। পাল্টা জবাব দিয়েছেন তিনি।

হংকংয়ের বিরুদ্ধে ৫৭ বলে ৭৮ রান করেছেন রিজওয়ান। প্রথমের দিকে বেশ ধীরে খেলছিলেন তিনি। শেষ দিকে রানের গতি বাড়ান। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করে পাকিস্তান। রিজওয়ানের রান করার গতি নিয়ে ক্ষুব্ধ আক্রম। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘‘রিজওয়ানের এ ভাবে খেলার কোনও মানে নেই। যদি কয়েকটা বড় শট মারতে গিয়ে ও আউট হত তা হলেও কোনও সমস্যা ছিল না। পরের দিকে অনেক ব্যাটার ছিল। আসিফ, ইফতিকার, নওয়াজ, শাদাবরা খেলার সুযোগই পেল না। এই ফরম্যাটে ৫৭ বলে ৭৫ রান করার কোনও মানে হয় না। এ ভাবে টিকে থেকে দলের কোনও লাভ নেই।’’

Advertisement

ভারতের বিরুদ্ধে এ ভাবে খেললে তা দলের পক্ষে ক্ষতিকর বলে দাবি আক্রমের। তিনি বলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বল থেকেই মারতে হবে। এক দিক ধরে রাখলে চলবে না। হংকং আর ভারত এক নয়। তাই এ রকম রক্ষণশীল মানসিকতা নিয়ে ব্যাট করলে হবে না।’’

আক্রমের এই মন্তব্য নিয়ে খুশি নন ইনজামাম। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আক্রম ভাই রিজওয়ানকে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যেতে বলেছে। এই কথার সঙ্গে আমি একমত নই। আমার মনে হয়, প্রথম তিন জন ব্যাটারকে ১২-১৩ ওভার পর্যন্ত খেলার কথা ভাবতে হবে। তার পরে বাকিদের রান করতে হবে। একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যাট করতে হবে। কিন্তু বড় শট মারতে গিয়ে কোনও ব্যাটারই আউট হতে চায় না। সবাই বড় রান করতে চায়। কাউকে এ ভাবে আউট হতে বলা উচিত নয়।’’

আরও পড়ুন
Advertisement