আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের সেই ঘটনা। ছবি: টুইটার থেকে
পিচের মাঝেই ঝগড়া। আসিফ আলিকে আউট করার আনন্দে তাঁকে ঘুষি মারার ইঙ্গিত করলেন ফারিদ আহমেদ। তাতেই চোটে গেলেন পাকিস্তানের ব্যাটার। ব্যাট উঁচিয়ে তেড়ে এলেন তিনিও। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের মাঝে ধাক্কাধাক্কি, ঘুষোঘুষি চলল দুই ক্রিকেটারের মধ্যে।
শারজায় বুধবার লড়াই ছিল খুব অল্প রানের। আফগানিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ১২৯ রান। সেই রান তুলতেও পাকিস্তানকে খেলতে হল শেষ ওভার পর্যন্ত। কিন্তু ১৯তম ওভারের পঞ্চম বলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারপিট চলল। ফারিদের বলে হুক করে ছয় মারতে গিয়েছিলেন আসিফ। কিন্তু সেই বল ক্যাচ ধরে নেন করিম জনত। আসিফ আউট হতেই তাঁর সামনে গিয়ে ঘুষি মারার ইঙ্গিত করেন ফারিদ। তাতেই রেগে যান আসিফ। তিনিও ব্যাট উঁচিয়ে তাঁকে মারার ইঙ্গিত করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা চলে আসেন। তাঁরা ফারিদকে সরিয়ে নিয়ে যান।
আসিফ বেরিয়ে যেতে যেতেও কিছু বলতে থাকেন। সেই অবস্থায় তাঁকে ঠান্ডা করেন হাসান আলি। তিনি মাঠে এসে শান্ত হতে বলেন ফারিদকেও। পরিস্থিতি সামলে নেন তাঁরা। নইলে মাঠের মধ্যেই একে অপরের গায়ে হাত তুলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন আম্পায়াররাও।
Well played #Afghanistan .. No sportsman from #Pakistan team members. Just a shameless o'diotic act. #PAKvAFG #PakvsAfg #asifali pic.twitter.com/UM2qW5ymlg
— Dr. Md.Ali Jinnah (P.H.D) - Riyaz Anwar (@chalokashmir786) September 7, 2022
শেষ পর্যন্ত পাকিস্তানই জিতে নেয় ম্যাচ। নাসিম শাহ শেষ ওভারে দু’টি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন পাকিস্তানকে। এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী রবিবার ফাইনাল খেলবে পাকিস্তান।