Mohammed Shami

অস্ট্রেলিয়া সিরিজ়‌ নয়, আইপিএলের জন্য তৈরি হচ্ছেন শামি? নতুন দাবি পেসারকে ঘিরে

বাংলার হয়ে একটি রঞ্জি ট্রফি ম্যাচ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আটটি ম্যাচ খেললেও বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে এখনই অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই মহম্মদ শামির। জানা গিয়েছে, শামির চোখ এখন সীমিত ওভারের ক্রিকেট খেলার দিকেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২১:০৩
cricket

বাংলার জার্সিতে মহম্মদ শামি। ছবি: পিটিআই।

বাংলার হয়ে একটি রঞ্জি ট্রফি ম্যাচ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন’টি ম্যাচ খেললেও বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে এখনই অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই মহম্মদ শামির। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। তার মধ্যেই প্রকাশ্যে এল অন্য খবর। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফর নয়, শামির চোখ এখন সীমিত ওভারের ক্রিকেট খেলার দিকেই। তিনি তৈরি হচ্ছেন আইপিএলের জন্য।

Advertisement

শামির ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “ওর হাঁটুর ফোলা ভাব আসবে আর যাবে। শামি নিজেই আরও বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলতে আগ্রহী। বাংলার হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলতে পারে। আপাতত এটাই খবর। শামি এই মুহূর্তে একটা ম্যাচে তিনটে স্পেলে বল করতে পারে। সর্বোচ্চ ১০ ওভার বল করার মতো ফিটনেস রয়েছে ওর।”

শামি যে আর টেস্টের ধকল সওয়ার মতো জায়গায় নেই সেটা বুঝিয়ে দিয়েছেন ওই সূত্র। শামি নিজেও ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছেন, টেস্ট খেলা বা অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে ভাবছেন না তিনি। ওই সূত্রের দাবি, “শামি এখন কেরিয়ারের শেষ দিকে। অস্ট্রেলিয়া লম্বা স্পেলে বল করতে গিয়ে ওর হাঁটুর কিছু হলে কে দায় নেবে? শক্তি মাঠে ফিল্ডিং করতে হবে। গোড়ালির চোটের জন্য আগের আইপিএলে খেলতে পারেনি। এ বার হায়দরাবাদ ওকে ১০ কোটি টাকায় কিনেছে। শামি যদি সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে ফিট রাখে তা হলে ওকে দোষ দেওয়া যায় না।”

উল্লেখ্য, সৈয়দ মুস্তাকে শামি ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৭.৮৫। একটি ম্যাচে ব্যাট হাতেও ভাল খেলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন