Ajinkya Rahane

দলীপ ট্রফিতে নেমেই দ্বিশতরান, রোহিতদের দলে ঢোকার প্রয়াস শুরু করে দিলেন রহাণে

কাউন্টি ক্রিকেটে ভাল খেলে নিজেকে জাতীয় দলে ফিরিয়েছেন চেতেশ্বর পুজারা। অজিঙ্ক রহাণের লক্ষ্যও যে একই রকম, সেটা বুঝিয়ে দিলেন তিনি। তাঁর অর্ধশতরান নির্বাচকদের প্রতি বার্তা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৯
দলীপে দ্বিশতরান রহাণের।

দলীপে দ্বিশতরান রহাণের। ফাইল ছবি

টেস্ট দল থেকে দু’জনে বাদ পড়েছিলেন একসঙ্গেই। এর পর কাউন্টি ক্রিকেটে ভাল খেলে নিজেকে জাতীয় দলে ফিরিয়েছেন চেতেশ্বর পুজারা। অজিঙ্ক রহাণের লক্ষ্যও যে একই, সেটা বুঝিয়ে দিলেন তিনি। দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে দ্বিশতরান করলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক রহাণে। দ্বিতীয় দিনের শেষে ২০৭ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে রয়েছেন রাহুল ত্রিপাঠি (২৫)।

উত্তর-পূর্বাঞ্চলে রয়েছেন সিকিম, মণিপুর, মেঘালয়ের ক্রিকেটাররা, যাঁরা খেলেন প্লেট গ্রুপে। দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখাচ্ছে দলীপে সবচেয়ে শক্তিশালী পশ্চিমাঞ্চল। দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৫৯০ রান তুলেছে তারা। রহাণে ছাড়াও দ্বিশতরান পেয়েছে যশস্বী জায়সবাল (২২৮)। আগেই শতরান করেছেন পৃথ্বী শ (১১৩)। শুক্রবার খেলার পর পৃথ্বী বলেছেন, “এই শতরান আমার কাছে বিশেষ। অনুশীলনে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি।” বিপক্ষে দুর্বল দল থাকলেও পাত্তা দিলেন না পৃথ্বী। বলেছেন, “ওরা ভাল খেলেছে বলেই এখানে এসেছে।”

Advertisement

এ দিকে, উত্তরাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হল ৩৯৭ রানে। ভাল খেললেন বাংলার দুই ক্রিকেটার সুদীপ ঘরামি (৬৮) এবং শাহবাজ আহমেদ (৬২)। তবে অধিনায়ক মনোজ তিওয়ারি (২৭) ব্যর্থ। পূর্বাঞ্চলের হয়ে শতরান করেন বিরাট সিংহ (১১৭)।

আরও পড়ুন
Advertisement