Asia Cup 2022

ভারতীয় সমর্থকদের সঙ্গে কোলাকুলি আফগানদের, পাকিস্তান ম্যাচের উল্টো ছবি দেখা গেল দুবাইয়ে

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে হেরে গিয়েছিল আফগানিস্তান। রাগের চোটে এক দেশের সমর্থক চড়াও হয়েছিলেন আর এক দেশের উপর। মারামারি শুরু হয়ে গিয়েছিল। তার উল্টো ছবি দুবাইয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ২০:০২
একসঙ্গে খেলা দেখছেন ভারত এবং আফগানিস্তানের সমর্থকরা।

একসঙ্গে খেলা দেখছেন ভারত এবং আফগানিস্তানের সমর্থকরা। ফাইল ছবি

কিছু দিন আগেই পাকিস্তানি সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন আফগানিস্তানের সমর্থকরা। তার ঠিক উল্টো ছবি দেখা গেল ভারত ম্যাচের পর। ভারতীয় সমর্থকদের জড়িয়ে ধরলেন আফগান সমর্থকরা। দু’দেশের সমর্থকদের সম্প্রীতি দেখা গেল ম্যাচের পর। ভারতের কাছে ১০১ রানে হারলেও সেই হতাশা কোনও ভাবেই দেখা যায়নি। উল্টে ভারতীয় সমর্থকদের সঙ্গে আড্ডায় মাতলেন আফগান সমর্থকরা। ম্যাচের পর সেই দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে হেরে যায় আফগানিস্তান। এর পরেই এক দেশের সমর্থক চড়াও হন আর এক দেশের উপর। মারামারি শুরু হয়ে যায়। শারজা স্টেডিয়ামে চেয়ার ভেঙে উপড়ে ফেলা হয়। চারিদিকে চেয়ার ছোড়াছুড়ি হতে থাকে। উত্তেজনা তার আগেই শুরু হয়েছিল। মাঠের মধ্যে পাকিস্তানের আসিফ আলিকে আউট হওয়ার পর ঘুসি মারার মতো উল্লাস করেন আফগানিস্তানের ফরিদ আহমেদ। পাল্টা আসিফ তাঁকে ব্যাট দিয়ে মারার হুমকি দেন। সেই ঘটনা রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও।

Advertisement

তবে বৃহস্পতিবার অন্য দৃশ্য। মাঠে থাকা আফগান সমর্থকরা চোখের সামনে বিরাট কোহলীর শতরান দেখতে পান। কোহলীর নাম ধরে চেঁচাতেও দেখা গিয়েছে কিছু সমর্থককে। আফগানিস্তানের সমর্থকদের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার কোহলী। ম্যাচের পর সমর্থকদের মধ্যেও সৌহার্দ্য দেখা গেল।

আরও পড়ুন
Advertisement