ICC ODI World Cup 2023

‘শামি, ইংরেজিটা শিখে নাও, তোমায় বিয়ে করব’, জোরে বোলারকে প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। অভিনেত্রী পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১০:২৭
cricket

পায়েল ঘোষ (বাঁ দিকে) এবং মহম্মদ শামি। — ফাইল চিত্র।

বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। তাতেই আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন। বিশ্বকাপে তাঁর বোলিং ভারতের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।” তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনও উত্তর দেননি। বস্তুত, সমাজমাধ্যমে শামি খুব একটা সক্রিয় নন। দল জিতলে মাঝেসাঝে পোস্ট করেন। আবার কোনও উৎসবের সময়েও তা উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।

পায়েলের টুইট ভাইরাল হতেই মানুষ তাঁর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দেন। জানা গিয়েছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যাঁর ছবি ‘প্রায়াণামে’ অভিনয় করেন পায়েল। পরে বর্ষাধারে, উসারাভেল্লি, মিস্টার রাস্কেল, প্যাটেল কি পঞ্জাবি শাদি ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। ২০২০ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা শাখার সহ-সভাপতি হন।

বিশ্বকাপের নতুন তারকা শামিকে নিয়ে বিতণ্ডা হাসিন বনাম পায়েল, কান পাতল আনন্দবাজার অনলাইন

এ দিকে, শামি বিয়ে করেছেন হাসিন জাহানকে। যদিও এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

Advertisement
আরও পড়ুন