Akshay Kumar on Shikhar Dhawan

ধাওয়ানের দুঃখে মন ভেঙে যাচ্ছে অক্ষয়ের, ছেলের দেখা না পাওয়া শিখরকে কী বার্তা ‘খিলাড়ি’র

স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জ়োরাওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান। ছেলের জন্মদিনে সে কথা লিখেছিলেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:০৫
cricket

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র

আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জ়োরাওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান। ২৬ ডিসেম্বর ছিল জ়োরাওয়ারের জন্মদিন। ছেলের জন্মদিনে আর থাকতে পারেননি ভারতীয় ব্যাটার। আবেগঘন পোস্ট করেন তিনি। সেই পোস্ট দেখে মন খারাপ অক্ষয় কুমারেরও। শিখরের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’।

Advertisement

ধাওয়ানের পোস্ট দেখে অক্ষয় বলেন, ‘‘খুব কষ্ট হল। বাবা হিসাবে আমি জানি নিজের সন্তানের থেকে দূরে থাকার থেকে বেশি কঠিন আর কিছু নয়। ভরসা রাখো শিখর। লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য প্রার্থনা করছেন। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি ছেলের সঙ্গে দেখা করতে পারবে।’’

ঠিক কী লিখেছিলেন ধাওয়ান। ছেলের জন্মদিনের দিন ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন, ‘‘তোমাকে এক বছর দেখিনি। প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবিই দিলাম। শুভ জন্মদিন।’’ ধাওয়ান জানিয়েছেন, ছেলেকে দেখতে না পেলেও তাঁদের মধ্যে টেলিপ্যাথির যোগ রয়েছে। তিনি বলেন, ‘‘তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না। কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে। তোমাকে নিয়ে গর্বিত। আমি জানি তুমি খুব ভাল আছ।’’

জন্মদিনের বার্তায় ছেলেকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন ধাওয়ান। ভারতীয় ব্যাটার লেখেন, ‘‘বাবা সব সময় তোমাকে মিস্‌ করে। ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। সেই দিনের অপেক্ষায় আছি। প্রার্থনা করি তুমি নম্র, ভদ্র, ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও। তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি। তুমি ভাল আছ কি না সেই খোঁজ খবর নিই। আমি কী করছি সেই কথাও জানাই। কিন্তু তুমি সে সব দেখতে পাও না। তোমার বাবা তোমাকে খুব ভালবাসে।’’

আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার পরে বেশ কয়েক বছর একসঙ্গে ছিলেন তাঁরা। সেই সময় ধাওয়ানের খেলা দেখতে মাঠেও যেতেন তিনি। কিন্তু ২০২২ সাল থেকে তাঁদের সম্পর্ক খারাপ হয়। স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগও করেন ধাওয়ান। এক বছর ধরে তাঁরা আলাদা থাকেন। জ়োরাওয়ার মায়ের কাছে থাকে। জাতীয় দলের জার্সিতেও দীর্ঘ দিন দেখা নেই ধাওয়ানের। সমাজমাধ্যমেও আর খুব বেশি দেখা যায় না। কিন্তু ছেলের জন্মদিনে থাকতে না পেরে মেসেজ করেন ধাওয়ান।

Advertisement
আরও পড়ুন