আবার আলোচনার কেন্দ্রে মাঁকড়ীয় আউট। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আইপিএলে জস বাটলারকে মাঁকড়ীয় আউট করে বিতর্কে জড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পরে অবশ্য এই ধরনের আউট ক্রিকেটের নিয়মে ঢুকে গিয়েছে। তার পরেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এই ঘটনায় উত্তাপ বৃদ্ধি পেল। মাঁকড়ীয় আউটের চেষ্টা করলেন এক বোলার। এই ঘটনাকে কেন্দ্র করে বোলার ও ব্যাটারের মধ্যে মাঠেই ঝগড়া হল।
ঘটনাটি ঘটেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্সের একটি ম্যাচে। অ্যাডিলেডের পেসার জেমি ওভারটন পার্থের ব্যাটার ফিন অ্যালেনকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন। তিনি বল করার সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা অ্যালেন ক্রিজ় ছেড়ে এগিয়ে গিয়েছিলেন। ফলে বল করার আগেই স্টাম্প ভেঙে দেন তিনি। ক্রিকেটের নিয়মে এটি আউট।
কিন্তু তখনও নাটকের বাকি ছিল। ওভারটন আম্পায়ারকে জানান, তিনি অ্যালেনকে সতর্ক করার জন্য এই কাজ করেছিলেন। তাঁকে আউট করতে তিনি চান না। ওভারটনের এই কাজ ভাল ভাবে নেননি অ্যালেন। ওভার শেষ হওয়ার পর দু’জনের মধ্যে ঝগড়া হয়। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আম্পায়ার। দু’জনকে আলাদা করেন তিনি।
সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ব্র্যাড হ্যাডিন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেন, “আগের একটা ওভারে ওভারটন ১৮ রান দিয়েছিল। সেটা ওর মাথায় ছিল। আমার মনে হয় সেই কারণেই মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেছে ও। কিন্তু ওভারটন আউট করতে চায়নি। ও আম্পায়ারকে স্পষ্ট ভাবে সে কথা বলে দিয়েছিল। মাঠের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।”
মাঁকড়ীয় আউটকে ক্রিকেটের নিয়মের মধ্যে আনলেও তা নিয়ে ভিন্ন মত রয়েছে ক্রিকেটারদের মধ্যে। কারও মতে, নিয়মের মধ্যে থাকায় এই আউট বৈধ। অনেকে আবার ক্রিকেটীয় মনোভাবের কারণ দেখিয়ে জানান, এই ভাবে কোনও ব্যাটারকে আউট করা উচিত নয়। ফলে দু’রকমের ছবিই দেখা যায়। কোনও বোলার মাঁকড়ীয় আউট করেন। আবার কোনও বোলার ব্যাটারকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেন। সেই ছবিই দেখা গেল অস্ট্রেলিয়ায়।