মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
২০২০ সালের ১৫ অগস্ট। সমাজমাধ্যমে একটি ছোট্ট পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার পরে আইপিএল খেললেও দেশের জার্সিতে সাড়ে চার বছর দেখা যায়নি তাঁকে। দেশের হয়ে খেলা কি মিস্ করেন তিনি? এই প্রশ্নের জবাব দিলেন ধোনি। কী বললেন তিনি?
ধোনি জানিয়েছেন, আবেগর বশে কোনও সিদ্ধান্ত তিনি নেননি। ভাবনাচিন্তা করেই অবসর নিয়েছিলেন। তাই মিস্ করার কোনও প্রশ্নই নেই। ধোনি বলেন, “আমি ভেবেছিলাম, অবসরের পর অনেক সময় পাব। কিন্তু দুঃখের বিষয়, পাই না। তবে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে মিস্ করি না। কারণ, আমি হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নিইনি। অনেক ভেবে নিয়েছি। ঈশ্বর কৃপায় দেশের হয়ে যা করেছি, তাতে আমি খুশি।”
তবে অবসরের পর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বেশি পেয়েছেন তিনি। পাশাপাশি নিজের প্রিয় মোটরসাইকেল চালানোর সময়ও বেশি পেয়েছেন ধোনি। তিনি বলেন, “অবসরের পর বন্ধুদের সঙ্গে খুব মজা করেছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। মোটরসাইকেল চালিয়েছি। সব মিলিয়ে ভালই সময় কাটছে।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেননি ধোননি। ৪৩ বছর বয়সেও আইপিএল খেলছেন তিনি। ধোনি জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের দর্শকদের কথা ভেবেই তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। বছরে মাত্র তিন মাস খেললেও তাঁর ফিটনেস দেখে অবাক হন বিশেষজ্ঞেরা। তবে এ বার আইপিএলও হয়তো বেশি দিন খেলবেন না ধোনি। এ বার খেলেই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন তিনি।