গলি ক্রিকেটে ধারাভাষ্যে নতুনত্ব। প্রতীকী চিত্র
টেলিভিশনের পর্দায় খেলা দেখার আনন্দ আরও বাড়িয়ে দেয় ধারাভাষ্য। সেটা ইংরেজি হোক, বা হিন্দি। সে কারণেই তো বিশেষ কয়েক জন ধারাভাষ্যকার হয়ে ওঠেন দর্শকদের পছন্দের মানুষ। তাঁদের ধারাভাষ্য খেলার মুকুটে আলাদা পালক যোগ করে। কিন্তু হিন্দি বা ইংরেজি নয়, শুদ্ধ সংস্কৃতে ক্রিকেটের ধারাভাষ্য করে চমকে দিয়েছে এক কিশোর।
লক্ষ্মী নারায়ণ বলে এক জন সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘সংস্কৃত ও ক্রিকেট।’’ যেখানে দেখা যাচ্ছে, বাড়ির পিছনে গলিতে ক্রিকেট খেলছে কয়েক জন কিশোর। খেলতে খেলতে নিজেদের মধ্যে সংস্কৃতে কথা বলছে তারা। সেখানে উপস্থিত এক কিশোর খেলার ধারাবিবরণী দিচ্ছিল। কিন্তু সেটা পুরোটাই সংস্কৃতে। খেলায় কী হচ্ছে, কে বল করছে, কে কেমন খেলছে, সব কিছুরই বিবরণ দিচ্ছিল সে। এমনকি, খেলার কয়েক জন দর্শকের সঙ্গেও সংস্কৃতে কথা বলছিল সে।
Sanskrit and cricket pic.twitter.com/5fWmk9ZMZy
— lakshmi narayana B.S (@chidsamskritam) October 2, 2022
এই ভিডিয়ো পছন্দ করেছেন অনেক মানুষ। তাঁরা ওই কিশোরের প্রশংসা করেছেন। যে ভাবে সে দ্রুত সংস্কৃত বলছে তা মোটেই সহজ নয় বলে দাবি সবার। ইংরেজি বা হিন্দির বাইরে গিয়ে এই নতুন ভাষায় ক্রিকেটের ধারাবিবরণী শুনতে তাঁদের ভাল লেগেছে বলেও জানিয়েছেন অনেকে।