Big Boss 18

‘বিগ বস্‌’-এ বড় বিপর্যয়! চূড়ান্ত পর্বের আগেই চোখের জলে বিদায় নিলেন এই অভিনেত্রী

তাঁর হয়ে গলা ফাটাচ্ছিলেন বোন নম্রতা শিরোদকর। সব ব্যর্থ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার আগে অভিনেত্রীকে সরিয়ে দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১২:০০
‘বিগ বস্‌ ১৮’ থেকে বিতাড়িত শিল্পা শিরোদকর।

‘বিগ বস্‌ ১৮’ থেকে বিতাড়িত শিল্পা শিরোদকর। ছবি: সংগৃহীত।

সাত জন মনোনীত হয়েছিলেন। সাত জনই চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য তৈরি। কেবল নির্দিষ্ট দিন আসার অপেক্ষা। তার আগেই বিপর্যয়। ‘বিগ বস্‌ ১৮’-এর চূড়ান্ত পর্বের হাতেগোনা কয়েক দিন আগে হঠাৎ বাদ পড়লেন প্রতিযোগী শিল্পা শিরোদকর। খবর, সলমন খানের এই রিয়্যালিটি শো থেকে ছিটকে গিয়েছেন তিনি। কেন এমন ঘটল? এখনও তার সদুত্তর মেলেনি। তবে শিল্পা অনেক দিন পরে বিনোদন দুনিয়ায় ফিরে চর্চায়। শোনা গিয়েছিল, শো শেষের পরে তিনি আবারও অভিনয়ে ফিরবেন।

Advertisement

একাধিক সংবাদমাধ্যম অনুযায়ী, দিন দুই আগে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। ঠিক হয়, সাত জন প্রতিযোগী এ বারের চূড়ান্ত পর্বে অংশ নেবেন। নামের তালিকা প্রকাশ হতেই খুশির জোয়ারে ভাসেন শিল্পার বোন নম্রতা শিরোদকর। দক্ষিণী তারকা মহেশবাবুও শুভেচ্ছা জানান শ্যালিকাকে। শিল্পাকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান খোদ নম্রতা। এমনও শোনা গিয়েছিল, প্রথম তিন প্রতিযোগীর এক জন হওয়াও আশ্চর্য নয় শিল্পার পক্ষে। সে সব এখন অতীত।

ইতিমধ্যেই ‘বিগ বস্‌ ১৮’ থেকে বাদ পড়ার খবর ভাইরাল সমাজমাধ্যমে। ছড়িয়ে পড়া ঝলক বলছে, বাদ পড়ার খবর শুনে কেঁদে ফেলেছেন সলমনের নায়িকা। যিনি নব্বইয়ের দশকে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তাঁর অভিনীত ছবি ভাল বাণিজ্যও করত। শিল্পার প্রস্থানে চোখ ভিজেছে বাকি প্রতিযোগীদেরও। বিস্মিত তাঁরাও। কারণ, এ বারের ‘বিগ বস্‌’-এর ঘরে শিল্পাই একমাত্র ‘হেভিওয়েট’ প্রতিযোগী।

Advertisement
আরও পড়ুন