Coco Gauff

Coco Gauff: ফরাসি ওপেনের ফাইনালে উঠে অষ্টাদশীর মুখে আর নেই টেনিসের কথা

জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নামতে চলেছেন কোকো গফ। কিন্তু তার আগে তাঁর মুখে টেনিসের কথা নেই। কী বললেন গফ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৯:৪১
কনিষ্ঠতম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন আমেরিকার কোকো গফ।

কনিষ্ঠতম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন আমেরিকার কোকো গফ। ফাইল চিত্র

কনিষ্ঠতম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন আমেরিকার কোকো গফ। ১৮ বছরের গফের প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর ইগা শিয়নটেক। অথচ ফাইনালের আগের দিন গফের মুখে টেনিস নেই। ফাইনাল নিয়ে ভাবছেন না তিনি। বদলে শান্তির কথা বলছেন গফ। তিনি চান, আমেরিকায় বন্দুকবাজের হামলা বন্ধ হোক।

সেমিফাইনালে মার্টিনা ট্রেভিসিয়ানকে হারিয়ে কোর্ট ছাড়ার আগে আলোকচিত্রীর লেন্সে গফ লিখে দেন শান্তির বার্তা। লেখেন, ‘শান্তি! বন্দুকবাজের হামলা বন্ধ হোক।’

Advertisement

তিনি কেন এই বার্তা লিখলেন তা পরে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন গফ। বলেন, ‘‘হতে পারে এটা গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল। কিন্তু এই মুহূর্তে সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকায় অনেক কিছু ঘটছে। সেগুলো বন্ধ হওয়া উচিত। তাই আমি একটা টেনিস ম্যাচ নিয়ে বেশি ভাবতে রাজি নই।’’

বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে ফাইনালে নামার আগে তা হলে কি আলাদা করে কোনও পরিকল্পনা করছেন না গফ? জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নামার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ছেন না তো তিনি? এই সব প্রশ্নের জবাবে গফ বলেন, ‘‘ফাইনালের জন্য আলাদা করে কিছু ভাবছি না। ফলাফল যাই হোক, আমি আনন্দে থাকব। ফলাফল যাই হোক, আমার বাবা-মা আমাকে আগের মতোই ভালবাসবে। তাই আর একটা ম্যাচ খেলতে নামছি ভেবেই ফাইনালে নামব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement