Asian Games

৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ানে সোনা, মঙ্গলবার এশিয়ান গেমসে কেমন ফল হল ভারতীয়দের?

৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ানে সোনা এল ভারতের ঘরে। ভাল শুরু করলেন স্কোয়াশ খেলোয়াড়েরা। ভারত এগোল টেনিস, দাবার মতো খেলায়। কয়েকটি ক্ষেত্রে অবশ্য হতাশাও সঙ্গী হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪০
picture of Asian Games

ভারতকে তৃতীয় সোনার পদক দেওয়া চার খেলোয়াড়। ছবি: টুইটার।

এশিয়ান গেমসের আসর থেকে মঙ্গলবার আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে। চিন, হংকংকে পিছনে ফেলে ঘোড়-সওয়ারে ৪১ বছর পর সোনা জয় ভারতের। কয়েকটি ইভেন্টে ব্যর্থতাও সঙ্গী হল ভারতীয় খেলোয়াড়দের। বুধবার পদকের লড়াইয়ে নামবেন জিমন্যাস্ট প্রণতি নায়েক।

Advertisement

মঙ্গলবার ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। সোমবার বাংলার তিতাস সাধু, রিচা ঘোষের হাত ধরে সোনা জিতেছিল ভারত। এ দিন ভারতকে সোনা এনে দিলেন কলকাতার ছেলে অনুশ। ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইভেন্টে সোনা জিতলেন অনুশেরা। দলগত ড্রেসেজ বিভাগে ২০৯.২০৫ পয়েন্ট পেয়েছেন ভারতের প্রতিযোগীরা। চিন দ্বিতীয় স্থানে শেষ করে ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে থাকা হংকং পেয়েছে ২০৪.৮৫২। সোনার লড়াইয়ে ভারতীয়দের মধ্যে সব থেকে ভাল পারফরম্যান্স করেছেন বালিগঞ্জের বাসিন্দা। এই খেলায় ভারত শেষ বার সোনা জিতেছিল ১৯৮২ সালের দিল্লি গেমসে।

তৃতীয় সোনা এলেও মঙ্গলবার হ্যাংঝাউয়ে তেমন সাফল্যের মুখ দেখলেন না ভারতীয়েরা। ফেন্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পদক জয়ের অন্যতম দাবিদার ভবানী দেবী। ভলিবলেও হারতে হল ভারতের পুরুষ দলকে। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেওয়ার পর ভারতীয় দল এ দিন হেরে গেল পাকিস্তানের কাছে। পঞ্চম-ষষ্ঠ স্থানের লড়াইয়ে ভারত হারল ২১-২৫, ২০-২৫, ২৩-১৫ ব্যবধানে। গত বার দ্বাদশ স্থানে শেষ করা ভারতীয় দল এ বার পেল ষষ্ঠ স্থান। জুডোর ৭৮ কেজির বেশি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গিয়েছেন ভারতের তুলিকা মান। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টেও পদকহীন থাকতে হল ভারতকে।

ব্যর্থতার মধ্যে আশার আলো রয়েছে কয়েকটি। প্রত্যাশিত মতোই এগোচ্ছেন ভারতের দাবাড়ুরা। যদিও মঙ্গলবারের গেম হেরেছেন গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি। পুরুষদের টেনিসের শেষ আটে পৌঁছেছেন সুমিত নাগাল। তিনি ৭-৬, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন কাজাখস্তানের বেবিট জুকায়েভকে। তবে মহিলাদের ডাবলসে হেরে গিয়েছেন ভারতের রুতুজা ভোঁশলে-কারমান ঠান্ডি জুটি। মিক্সড ডাবলসে ইউকি ভাম্বরি-অঙ্কিতা রায়না জুটি পাকিস্তানের আকিল খান-সারা ইব্রাহিম জুটিকে হারিয়েছেন ৬-০, ৬-০ ব্যবধানে। সাঁতারের একাধিক ইভেন্টের ফাইনালে উঠলেও হতাশ করেছেন ভারতীয় সাঁতারুরা। ৪x১০০ মিটার মেডলিতে ভারতীয়রা জাতীয় রেকর্ড গড়েও পঞ্চম স্থানে শেষ করেছেন। এটাই সাঁতারে ভারতের সেরা ফল মঙ্গলবার।

স্কোয়াশের দলগত বিভাগে অবশ্য দাপুটে জয় দিয়ে শুরু করল ভারত। পুরুষদের দল প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতারকে। মহিলা বিভাগের প্রথম ম্যাচে একই ব্যবধানে জয় এসেছে পাকিস্তানের বিরুদ্ধে। উশুর ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন সুরজ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement