Shahi Lassi Recipe

বৈশাখের রোদে তেতেপুড়ে প্রিয়জন বাড়ি ফিরলে বানিয়ে দিতে পারেন শাহি লস্যি

হাঁসফাঁস করা গরমে চা সে ভাবে টানছে না। বরং ঘন ঘন ফ্রিজ়ের ঠান্ডা জলে গলা ভেজাতে মন চাইছে। তবে বাড়িতে অতিথি এলে বানিয়ে দিতে পারেন শাহি লস্যি। রইল প্রণালী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০৪
How to Make Delicious Shahi Lassi at Home

শাহি লস্যি তৈরির প্রণালী। ছবি: সংগৃহীত।

বৈশাখের গরমে নাজেহাল শহর থেকে শহরতলি। উষ্ণতার মরসুমে শীতলতা খুঁজতে ব্যস্ত সকলেই। গ্রীষ্মের দাপটে কোনও কিছুতেই যেন স্বস্তি মিলছে না। তবে এই গরমে বাড়িতে অতিথি এলে আপ্যায়ন নিয়ে বেশ চিন্তায় পড়তে হচ্ছে। অন্য সময় ধোঁয়া ওঠা এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আড্ডা শুরু করা যেত। কিন্তু হাঁসফাঁস করা গরমে চা সে ভাবে টানছে না। বরং ঘন ঘন ফ্রিজ়ের ঠান্ডা জলে গলা ভেজাতে মন চাইছে। তবে বাড়িতে অতিথি এলে বানিয়ে দিতে পারেন শাহি লস্যি। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

১ কাপ টকদই

১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম

১ টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম

আধ টেবিল চামচ কেশর

আধ কাপ জল

১ টেবিল চামচ টুকরো কাঠবাদাম

প্রণালী:

টকদই, চিনি, জল এবং ভ্যানিলা আইসক্রিম একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিন।

অন্য একটি পাত্রে ১ চামচ জলে কেশর ভিজিয়ে রাখুন।

কেশর ভেজানো জল তৈরি করে রাখা লস্যির মধ্যে ঢেলে দিন। চামচ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিন। তার পর কিছু ক্ষণ ফ্রিজ়ে রেখে দিন।

পরিবেশন করার আগে লস্যির উপরে ড্রাই ফ্রুটস এবং কাঠবাদামের টুকরো সাজিয়ে দিন।

আরও পড়ুন
Advertisement