Expensive Tooth

আংটিতে গাঁথা, মূল্য ৩০ লাখ! বিশ্বের সবচেয়ে মূল্যবান দাঁতের মালিক কে?

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে খবর, আংটিতে গাঁথা দাঁতটি বিশ্বের সবচেয়ে মূল্যবান দাঁত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১০:১৪
০১ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

দাঁত তো নয়, যেন মূল্যবান রত্ন! একটি দাঁত কিনতেই খরচ হতে পারে লক্ষ লক্ষ টাকা। কার দাঁত? কী এমন বিশেষত্ব রয়েছে সেই দাঁতে?

০২ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

আংটির মধ্যে সাদা পাথরের মতো কিছু একটা চকচক করছে। তবে সেটি কোনও রত্ন নয়।

০৩ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

আংটির উপর যে সাদা পাথরটি গাঁথা রয়েছে তা আসলে মানুষের একটি দাঁত।

Advertisement
০৪ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

আংটির মালিকের নাম-পরিচয় গোপন থাকলেও জানা গিয়েছে, আংটিতে গাঁথা দাঁতটি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনেছেন তিনি।

০৫ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে খবর, আংটিতে গাঁথা দাঁতটি বিশ্বের সবচেয়ে মূল্যবান দাঁত।

Advertisement
০৬ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

২০০ বছর আগে সেই দাঁতটি কিনেছিলেন এক ব্যক্তি। ১৮১৬ সালে লন্ডনে সেই দামি দাঁতটি বিক্রি করা হয়েছিল।

০৭ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

১৮১৬ সালে দাঁতটি কেনার জন্য ৩৬৩৩ ডলার খরচ করেছিলেন ওই ব্যক্তি।

Advertisement
০৮ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, লক্ষ লক্ষ টাকা মূল্যের দাঁতটি আইজ্যাক নিউটনের।

০৯ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

১৭২৬ সালে মারা যান আইজ্যাক। তাঁর মৃত্যুর পর নাকি একটি দাঁত সংরক্ষণ করে রাখা হয়েছিল।

১০ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

আইজ্যাকের মৃত্যুর ৯০ বছর পর তাঁর একটি দাঁত লন্ডনে নিলামে বিক্রি হয়। সেই দাঁত কিনেই আংটিতে গেঁথে রেখেছিলেন ওই ব্যক্তি।

১১ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

তবে দাঁতটি আর পরে বিক্রি করা হয়নি। এখনও ওই ব্যক্তির কাছেই রয়েছে।

১২ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, যদি আইজ্যাকের দাঁতটি এখন নিলামে ওঠে তবে তার মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে।

১৩ ১৩
World’s expensive human tooth worth 30 lakh rupees

জানা গিয়েছে, ওই দাঁতটি এখন বিক্রি করলে তার মূল্য দাঁড়াবে ৩৫,৭০০ ডলার (ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৩০ লক্ষ ২৫ হাজার টাকা)।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি