El Salvador Prison

৪০ হাজার বন্দির পাহারায় ৮৫০ রক্ষী, থাকছে যন্ত্রের নজরদারিও! বিশ্বের বৃহত্তম কারাগারে স্বাগত

বিশাল এক কারাগার তৈরি করেছে এল সালভাদোর। ঘটা করে তার উদ্বোধনও করেছে। সে দেশ দাবি করেছে, দুনিয়ার সব থেকে বড় আর সব থেকে কড়া কারাগার এটি। এখানে চালু রয়েছে কড়া নিয়ম।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০২
০১ ১৫
image of largest prison in El Salvador

শয়ে শয়ে অপরাধচক্র বা গ্যাং। তাদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। আর এই চক্রের সংঘর্ষে জেরবার এল সালভাদোর। শুরু করেছে অপরাধীদের ধরপাকড়। সে কারণে বানিয়ে ফেলেছে বিশাল এক কারাগার। ঘটা করে তার উদ্বোধনও করেছে। সে দেশ দাবি করেছে, দুনিয়ার সব থেকে বড় আর সব থেকে কড়া কারাগার এটি। এখানে চালু রয়েছে কঠোর নিয়ম।

০২ ১৫
image of largest prison in El Salvador

উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে মাঝামাঝি রয়েছে ছোট্ট এই দেশ এল সালভাদোর। কিন্তু জনসংখ্যার অনেক বেশি। ছোট্ট এই দেশের জনসংখ্যা ৬৫ লাখেরও বেশি।

০৩ ১৫
image of largest prison in El Salvador

১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত ছিল এল সালভাদোর। তাতে মারা গিয়েছিলেন হাজার হাজার মানুষ। একুশ শতকের শুরু থেকে এই দেশে মাথা চাড়া দিয়েছে অপরাধ, চোরাচালান। একের পর এক গোষ্ঠী মাথা তুলেছে। তাদের মাথারা লড়াইয়ে জড়িয়েছেন। অপরাধীর সংখ্যা বেড়েই গিয়েছে দেশে। কিন্তু তাদের গ্রেফতার করে রাখার জায়গা বাড়েনি।

Advertisement
০৪ ১৫
image of largest prison in El Salvador

শেষ পর্যন্ত সেই সমস্যারও সমাধান হয়েছে। ৪০ হাজার বন্দি থাকতে পারেন, এমন জেল তৈরি করেছে তারা। সেই জেলে রয়েছে কড়া নিরাপত্তা। গত মঙ্গলবার উদ্বোধন হয়েছে সেই জেলের।

০৫ ১৫
image of largest prison in El Salvador

কেন হঠাৎ এত বিরাট এক জেলের প্রয়োজন হল এল সালভাদোরে? অপরাধের সংখ্যা ক্রমেই বাড়ছিল দেশে। তাতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট নায়িব বুকেলে গত বছর মার্চে মন্ত্রিসভাকে বিশেষ পদক্ষেপ করার নির্দেশ দেন।

Advertisement
০৬ ১৫
image of largest prison in El Salvador

সেই নির্দেশের জেরে বিশেষ ক্ষমতা হাতে আসে সরকারের। নাগরিকদের ফোনে আড়ি পাতা বৈধ হয়। পরোয়ানা ছাড়াই গ্রেফতারি শুরু হয় দেশে। এর ফলে ৬২ হাজার জন ‘অপরাধী’ গ্রেফতার হন।

০৭ ১৫
image of largest prison in El Salvador

গোটা দুনিয়ায় এই দেশেই কারারোধের হার সব থেকে বেশি। দেশে মোট প্রাপ্তবয়স্কদের সংখ্যার দুই শতাংশই রয়েছেন জেলে।

Advertisement
০৮ ১৫
image of largest prison in El Salvador

এল সালভাদোরের সব থেকে বড় জেল ছিল লা এসপেরাঞ্জা। সেখানে থাকতে পারেন ১০ হাজার বন্দি। কিন্তু এখন রয়েছেন ৩৩ হাজার জন। যে কোনও সময় ঘটতে পারে বিপদ।

০৯ ১৫
image of largest prison in El Salvador

এ সব কারণেই তৈরি হল নতুন কারাগার। এল সালভাদোরের কারা বিভাগের প্রধান ওসিরিস লুনা জানিয়েছেন, নতুন কারাগার তৈরি হয়েছে ৪১০ একর জমিতে। পাহারায় থাকছেন ৬০০ জওয়ান এবং ২৫০ জন পুলিশকর্মী।

১০ ১৫
image of largest prison in El Salvador

লুনা বিবৃতি দিয়ে জানিয়েছেন, যাঁরা এল সালভাদোরের বাসিন্দাদের কষ্ট দেবেন, তাঁদের এ বার এই সংশোধনাগারে থাকতে হবে।

১১ ১৫
image of largest prison in El Salvador

২০২১ সাল পর্যন্ত সারা দেশে ২০টি জেল ছিল। তাতে ৩০ হাজার বন্দি থাকতে পারতেন। কিন্তু আদতে ছিল ৩৫ হাজার ৯৭৬ জন বন্দি।

১২ ১৫
image of largest prison in El Salvador

তার জেরেই নতুন সংশোধনাগার তৈরি হল। প্রেসিডেন্ট বুকেলে জানিয়ে দিয়েছেন, এই জেলে থাকবে কড়া ব্যবস্থা। একটা পাতাও যাতে গলতে না পারে, সেই পদক্ষেপই করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রের নজরদারিও থাকছে।

১৩ ১৫
image of largest prison in El Salvador

প্রেসিডেন্ট বুকেলে বলেন, ‘‘যৌনকর্মী, প্লে স্টেশন, টিভি, মোবাইল ফোন, কম্পিউটার থাকবে না জেলে।’’

১৪ ১৫
image of largest prison in El Salvador

জেলে বসে যাতে মোবাইলে কথা বলা না যায়, সে জন্য সেখানে থাকবে বিশেষ প্রযুক্তি। রাতদিন বন্দিদের কুঠুরির সামনে টহল দেবেন রক্ষীরা। গোটা জেল চত্বরে বসানো থাকবে কয়েকশো সিসিটিভি ক্যামেরা।

১৫ ১৫
representational image of prison

দুনিয়ায় এত বড় জেল আর একটি নেই। তাই ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে এল সালভাদোরের এই জেলের। প্রেসিডেন্ট বুকেলের বার্তা, ‘‘দেশে গ্যাংগুলির বিরুদ্ধে যুদ্ধ এ বার সহজেই জিতব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি