Bollywood Gossip

তারকা-পুত্রের সঙ্গে প্রেম! কী করেন খান পরিবারের ‘হবু পুত্রবধূ’?

সিরিজ়ে অভিনয়ের জন্য নয়, আলফিয়া চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তারকা-পুত্রের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন আলফিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:০৭
০১ ১৩
Alfiya Jafry

পেশায় নেটপ্রভাবী। কর্ণ জোহর প্রযোজিত একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সম্প্রতি এই তরুণী চর্চায় এসেছেন তারকা-পুত্রের প্রেমিকা হিসাবে। কানাঘুষো শোনা যাচ্ছে, খান পরিবারের হবু পুত্রবধূও হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণীর।

০২ ১৩
Alfiya Jafry

তরুণীর নাম আলফিয়া জাফরি। তাঁর পিতা রুমি জাফরি পেশায় চিত্রনাট্যকার। ‘কুলি নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’, ‘জুড়ওয়া’, ‘হিরো নম্বর ১’, ‘বিবি নম্বর ১’, ‘তু চোর ম্যায় সিপাহি’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘জোড়ি নম্বর ১’-এর মতো একাধিক হিন্দি ছবির চিত্রনাট্য লিখেছেন রুমি। ‘গড তুস্‌সি গ্রেট হো’, ‘গলি গলি চোর হ্যায়’, ‘চেহরে’র মতো একাধিক হিন্দি ছবি পরিচালনাও করেছেন তিনি।

০৩ ১৩
Alfiya Jafry

আলফিয়ার মা পেশায় পোশাক পরিকল্পক। ১৯৯৯ সালের ৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আলফিয়ার। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি।

Advertisement
০৪ ১৩
Alfiya Jafry

বলিপাড়া সূত্রে খবর, ২০২১ সালে হায়দরাবাদের এক শিল্পপতিকে বিয়ে করেন আলফিয়া। সম্বন্ধ করেই বিয়ে হয় তাঁর। বিয়ের পর হায়দরাবাদে চলে যান তিনি। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি।

০৫ ১৩
Alfiya Jafry

বলিউডের গুঞ্জন, বিয়ের কিছু দিনের মধ্যেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন আলফিয়া। বিচ্ছেদের পর মুম্বইয়ে ফিরে না গিয়ে দুবাই চলে যান তিনি। দুবাইয়ে কিছু দিন থাকার পর আবার লস অ্যাঞ্জেলসে যান আলফিয়া।

Advertisement
০৬ ১৩
Alfiya Jafry

বলিপাড়ার জনশ্রুতি, বিয়ের পর নাকি সমাজমাধ্যম ব্যবহার করতে পারতেন না আলফিয়া। তাই নিজের অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করে দিয়েছিলেন তিনি। কিন্তু বিচ্ছেদের পর সমাজমাধ্যমে আবার সক্রিয় হয়ে ওঠেন আলফিয়া।

০৭ ১৩
Alfiya Jafry

সমাজমাধ্যমে কন্টেন্ট তৈরি করে নিজের পরিচিতি গড়ে তোলেন আলফিয়া। কম সময়ের মধ্যে নিজস্ব অনুগামী মহল তৈরি করে ফেলেন তরুণী।

Advertisement
০৮ ১৩
Alfiya Jafry

ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় আলফিয়ার অনুগামীর সংখ্যা ৪৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। সমাজমাধ্যমের পাতা থেকে বেরিয়ে অভিনয়েও পা রাখেন তিনি।

০৯ ১৩
Alfiya Jafry

চলতি বছরের অক্টোবর মাসে কর্ণ জোহরের প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ট্রাইব’ নামের একটি ওয়েব সিরিজ় মুক্তি পায়। সেই সিরিজ়ে দেখা যায় আলফিয়াকে।

১০ ১৩
Alfiya Jafry

তবে সিরিজ়ে অভিনয়ের জন্য নয়, আলফিয়া চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, এক তারকা-পুত্রের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন আলফিয়া।

১১ ১৩
Alfiya Jafry

বলিপাড়ার অধিকাংশের দাবি, বলিউডের খান পরিবারের হবু পুত্রবধূ হওয়ার সম্ভাবনা রয়েছে আলফিয়ার।

১২ ১৩
Alfiya Jafry

বলিপাড়া সূত্রে খবর, সোহেল খান এবং সীমা সাজদেহের পুত্র নির্বাণ খানের সঙ্গে প্রেম করছেন আলফিয়া।

১৩ ১৩
Alfiya Jafry

নির্বাণের সঙ্গে বাইরে নানা জায়গায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে আলফিয়াকে। ছবিশিকারিদের লেন্সে একসঙ্গে ধরাও পড়েছেন তাঁরা। কিন্তু দু’জনের কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি