টিনসেল নগরীতে আবার সুখবর। বলি তারকা বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের ঘরে এল নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিলেন বিপাশা। চলতি বছরের ১৬ অগস্ট নতুন অতিথি আগমনের সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন তারকা জুটি।
স্ফীতোদর আগলে রেখে মাতৃত্বকালীন ফটোশুটের মাধ্যমে মাতৃত্বের রূপ মেলে ধরে সেই বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি। বিয়ের ছ’বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন বিপাশা।
২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিপাশা এবং কর্ণ। তাঁদের আলাপ কেরিয়ার সূত্রে। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর ঘরানার ছবি ‘অ্যালোন’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিপাশা এবং কর্ণ।
এক বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের পর মুম্বইয়ে এক বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা।
ভালবেসে একে অপরকে ‘মাঙ্কি’ বলে সম্বোধন করেন তাঁরা। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বিপাশা।
যোগাসন, শরীরচর্চা এবং জুম্বা ডান্সের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন তিনি।
কর্ণও বহু দিন কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। ইনস্টাগ্রামে প্রায়ই দেখা যেত তিনি তাঁর আঁকা নিয়ে ব্যস্ত।
‘৩ দেব’ নামের একটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল কর্ণকে। বিপাশা এবং কর্ণ তাঁদের দাম্পত্য জীবন এবং বন্ধুবান্ধব নিয়েই মজে ছিলেন।
অতিথি আগমনের সুখবর ঘোষণার পর আবার শিরোনামে এলেন এই তারকা জুটি।
জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিপাশাকে বিয়ে করেছিলেন কর্ণ। জেনিফার এবং কর্ণের আলাপও কেরিয়ার সূত্রেই। বলিপাড়ার অনেকে মনে করেছিলেন, বিপাশা এবং কর্ণের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না।
এর আগেও বহু সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কোনও সম্পর্কই বেশি দিন টেকেনি। তাই কর্ণের সঙ্গেও তাঁর সম্পর্ক ক্ষণস্থায়ী হবে এমনটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু সকলের ধারণা ভেঙে আজও তাঁরা একসঙ্গে।
২০০২ সালে মুক্তি পায় হরর ঘরানার ছবি ‘রাজ়’। এই ছবিতে দিনো মারিয়া এবং বিপাশা বসুর জুটি দর্শকের মনে ধরেছিল। দুই তারকা শুধু পর্দায় জুটি হিসাবে নন, বাস্তবেও সম্পর্কে জড়িয়েছিলেন।
একের পর এক ছবিতে অভিনয়ও করেছিলেন তাঁরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু বিচ্ছেদের পর দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গিয়েছে।
অভিনেতা জন আব্রাহামের সঙ্গে ‘জিস্ম’ ছবিতে বিপাশার জুটি জনপ্রিয় হয়েছিল। অভিনয়সূত্রে আলাপ হওয়ার পর দু’জনে গুটিকতক ছবিতে অভিনয় করেছিলেন।
দু’জনের সম্মতিতেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তাঁরা। কানাঘুষো শোনা যায়, সম্পর্কে ইতি টানার পরে বিপাশা এবং জন একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।
২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘দম মারো দম’ ছবিটি। এই ছবিতে বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবতী।
কানাঘুষো শোনা যায়, দগ্গুবতীর সঙ্গে ডেট করছিলেন অভিনেত্রী। কিন্তু বলিপাড়ার একাংশ মনে করেন, এটি রটনা ছাড়া আর কিছু নয়।
‘রেস’ ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করেছিলেন সইফ আলি খান। সেই ছবিতে একটি গানের দৃশ্যে দুই তারকার সম্পর্কের রসায়ন দর্শকের নজর কাড়ে।
বলিপাড়ার কেউ কেউ মনে করেন, সইফ এবং বিপাশা ছবির শুটিং চলাকালীন একে অপরকে ডেট করছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি।
২০০৮ সালে মুক্তি পায় কল্পবিজ্ঞান এবং রোম্যান্টিক ঘরানার ছবি ‘লাভ স্টোরি ২০৫০’। এই ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল হরমন বাওয়েজাকে।
সেই সময় ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন হরমন। ঘটনাচক্রে অভিনেতার সঙ্গে বন্ধুত্ব হয় বিপাশার। শোনা যায়, সেই বন্ধুত্বই প্রণয়ের সম্পর্কে পৌঁছয়।
দু’জনকে একসঙ্গে বলিপাড়ার প্রায় সমস্ত অনুষ্ঠানে দেখা যেত। কিন্তু হরমনের সঙ্গেও বেশিদিন সম্পর্ক টেকেনি বিপাশার। কানাঘুষো শোনা যায়, কর্ণের সঙ্গে ডেট করতে শুরু করেছিলেন বলেই হরমনের সঙ্গে সম্পর্কে ইতি টানেন বিপাশা।
অবশেষে, ২০১৬ সালে কর্ণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। এখন খুদে কন্যাসন্তান নিয়ে ভরপুর তাঁদের সংসার।