Shreya Chaudhary

জন্ম কলকাতায়, প্রেমিক পরিচিত অভিনেতা! সিনেমাও করেছেন ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’-এর নায়িকা

চার বছর পর ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’-এর দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নে ফিরে এসেছে তমান্নার চরিত্র, আগের চেয়ে আরও পরিণত ভাবে। তমান্নার চরিত্র আবার ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে শ্রেয়াকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৩
০১ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

চার বছরের অপেক্ষার অবসান। ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে সঙ্গীতঘেঁষা কাহিনির উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’-এর প্রথম সিজ়ন। চার বছর পর চলতি মাসে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নে তমান্নার চরিত্র আগের চেয়ে আরও পরিণত অভিনয় করে নজর কেড়েছেন শ্রেয়া চৌধরি।

০২ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

১৯৯৫ সালের ৬ নভেম্বর কলকাতায় জন্ম শ্রেয়ার। কলকাতায় জন্ম হলেও শৈশবেই তিনি চলে যান মহারাষ্ট্রের মুম্বইয়ে। সেখানে বাবা-মা এবং দাদার সঙ্গে থাকতেন তিনি।

০৩ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করে সেখানকার কলেজে ভর্তি হন শ্রেয়া। গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি।

Advertisement
০৪ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল শ্রেয়ার। স্কুল-কলেজে পড়ার সময় নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি। এমনকি, কলেজে পড়ার সময় একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীর শিরোপা পান শ্রেয়া।

০৫ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন শ্রেয়া। বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনী প্রচারে অভিনয় করে মডেলিং জগতে কম সময়ের মধ্যে পরিচিতি গড়ে তোলেন তিনি।

Advertisement
০৬ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

মডেলিং থেকে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান শ্রেয়া। ২০১৭ সালে বড় পর্দায় মুক্তি পায় ‘ডিয়ার মায়া’। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন বলি অভিনেত্রী মনীষা কৈরালা। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রেয়াকে।

০৭ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

বড় পর্দায় অভিনয়ের পর তিন বছর অভিনয় করতে দেখা যায়নি শ্রেয়াকে। বিভিন্ন পত্রিকার প্রচ্ছদের জন্য শুট করতেন তিনি।

Advertisement
০৮ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’ নামের একটি ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে নাসিরুদ্দিন শাহ, অতুল কুলকার্নির মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান শ্রেয়া।

০৯ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

‘বন্দিশ ব্যান্ডিট্‌স’ সিরিজ়ে হৃত্বিক ভৌমিকের সঙ্গে জু়টি বাঁধেন শ্রেয়া। রাতারাতি জনপ্রিয়তা পায় তাঁদের সম্পর্কের রসায়ন। তমান্না চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা কুড়োন শ্রেয়া। কিন্তু তার পর আর কোথাও দেখা যায়নি নায়িকাকে।

১০ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

চার বছর পর ওটিটির পর্দায় মুক্তি পায় ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নে আবার ফিরে আসে তমান্নার চরিত্র, আগের চেয়ে আরও পরিণত ভাবে। তমান্নার চরিত্র আবার ফুটিয়ে তুলতে দেখা যায় শ্রেয়াকে।

১১ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

কানাঘুষো শোনা যায়, এক মডেল-অভিনেতার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন শ্রেয়া। তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

১২ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

‘স্পেশ্যাল অপ্‌স’, ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করে নজর কেড়েছেন কর্ণ থাকের। তাঁর সঙ্গেই নাকি বহু দিনের সম্পর্ক শ্রেয়ার।

১৩ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

বলিপাড়া সূত্রে খবর, ২০১৯ সাল থেকে কর্ণের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রেয়া। দু’জনে একসঙ্গে বক্সিংয়ের প্রশিক্ষণ নিতেন। সেই সূত্রেই আলাপ তাঁদের। পরে সেই বন্ধুত্ব নাকি প্রেমে পরিণত হয়।

১৪ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

খুব শীঘ্রই নাকি কর্ণকে বিয়ে করবেন শ্রেয়া। দুই তারকাকে একসঙ্গে বহু জায়গায় সময় কাটাতে দেখা গিয়েছে। কিন্তু কেউই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

১৫ ১৫
Bandish Bandits actress Shreya Chaudhary

‘বন্দিশ ব্যান্ডিট্‌স’-এ অভিনয়ের পর সমাজমাধ্যমে অনুগামীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে শ্রেয়ার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় চার লক্ষের বেশি অনুগামী রয়েছে নায়িকার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি