Paatal Lok 2 Sniper

কলকাতা পুলিশের চাকরি ছাড়েন, জেতেন ইন্ডিয়ান আইডল! ‘পাতাল লোক ২’-এ নজরে দার্জিলিঙের তরুণ

‘গোর্খা পল্টন’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’ নামের একাধিক নেপালি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রশান্তকে। ‘অম্বর ধারা’ নামের এক হিন্দি ধারাবাহিকে অতিথিশিল্পী হিসাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৬
০১ ১৩
Prashant Tamang

‘পাতাল লোক’ ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন বলি অভিনেতা জয়দীপ অহলাওয়াত। পাঁচ বছর পর দ্বিতীয় সিজ়নে অভিনয় করেও নজর কাড়লেন জয়দীপ। তবে আরও এক জন প্রশংসা কুড়িয়েছেন এই ওয়েব সিরিজ়ে। সেই চরিত্রের মুখে সংলাপ ছিল নামমাত্র। কিন্তু অভিব্যক্তির মাধ্যমেই জাত চিনিয়েছেন তিনি। তবে পেশাগত দিক থেকে খ্যাতনামী অভিনেতা নন তিনি। ‘পাতাল লোক ২’-এ স্নাইপারের চরিত্রে অভিনয় করে হাততালি কুড়িয়েছেন প্রশান্ত তামাং।

০২ ১৩
Prashant Tamang

১৯৮৩ সালের জানুয়ারি মাসে দার্জিলিঙে জন্ম প্রশান্তের। বাবা-মা এবং দিদিকে নিয়ে সেখানেই থাকতেন তিনি। দার্জিলিঙের একটি স্কুলেই পড়াশোনা শেষ করেন প্রশান্ত। তাঁর যখন মাত্র ১০ বছর বয়স, তখন তাঁর বাবা মারা যান।

০৩ ১৩
Prashant Tamang

প্রশান্তের বাবা কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর সংসারের যাবতীয় দায়িত্ব গিয়ে পড়ে প্রশান্তের মায়ের কাঁধে। সংসারের খরচ চালানোর জন্য ছোটখাটো মুদির দোকান চালাতেন তাঁর মা।

Advertisement
০৪ ১৩
Prashant Tamang

১৮ বছরের গণ্ডি পার করতে না করতেই বাবার চাকরি পেয়ে কলকাতা পুলিশে কনস্টেবল পদে কাজ করতে শুরু করেন প্রশান্ত। কলকাতা পুলিশের অর্কেস্ট্রার দলে গানবাজনা করতে শুরু করেন তিনি।

০৫ ১৩
Prashant Tamang

সঙ্গীতে কোনও প্রশিক্ষণ না নিলেও প্রশান্তের গলায় সুর ছিল। প্রশান্তের সহকর্মীরা সকলেই তাঁকে গানের নামকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।

Advertisement
০৬ ১৩
Prashant Tamang

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ নামে গানের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন প্রশান্ত। অডিশনে উত্তীর্ণ হওয়ার পর একের পর এক পর্ব জিততে থাকেন তিনি।

০৭ ১৩
Prashant Tamang

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছনোর পর প্রশান্তকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। তার পর সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন তিনি।

Advertisement
০৮ ১৩
Prashant Tamang

দেশ-বিদেশের নানা জায়গায় অনুষ্ঠান করা শুরু করেন প্রশান্ত। শুধু তা-ই নয়, একাধিক নেপালি ছবিতে গানও গেয়েছেন তিনি।

০৯ ১৩
Prashant Tamang

২০০৭ সালে ‘ধন্যবাদ’ নামের নেপালি গানের অ্যালবাম মুক্তি পায় প্রশান্তের। দু’বছর পর গানের পাশাপাশি অভিনয় নিয়ে কেরিয়ার শুরু করেন প্রশান্ত।

১০ ১৩
Prashant Tamang

‘গোর্খা পল্টন’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’ নামের একাধিক নেপালি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রশান্তকে। ‘অম্বর ধারা’ নামের এক হিন্দি ধারাবাহিকে অতিথিশিল্পী হিসাবে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে।

১১ ১৩
Prashant Tamang

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে গীতা থাপা নামে এক তরুণীকে বিয়ে করেন প্রশান্ত। পেশায় বিমানকর্মী গীতা। বর্তমানে স্ত্রী এবং কন্যা নিয়ে সংসার প্রশান্তের।

১২ ১৩
Prashant Tamang

চলতি বছরের জানুয়ারি মাসে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রশান্তকে।

১৩ ১৩
Prashant Tamang

‘পাতাল লোক ২’ সিরিজ়ে স্নাইপারের চরিত্রে অভিনয় করেন প্রশান্ত। তাঁর চরিত্রের সংলাপ তেমন ছিল না। শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে অভিনয় করেই দর্শকের কাছে প্রশংসা কুড়োন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি