Most Populist Building

এটিই নাকি পৃথিবীর সব থেকে জনবহুল আবাসন, বাস করেন ত্রিশ হাজার মানুষ! সত্যিটা কী?

হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল পৃথিবীর সবচেয়ে জনবহুল আবাসন! চিনা সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই আবাসনে ১০ থেকে ২০ হাজার মানুষের বাস করলেও সেই সংখ্যা কোনও মতেই ৩০ হাজার নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৫:৪৩
০১ ১৫
Hangzhou Regent International

বিশাল বড় ঝাঁ-চকচকে ইমারত। দূর থেকে দেখলে নজরে পড়ে শুধু জানলা আর বারান্দা। সুবিশাল সেই ইমারতের বারান্দাগুলি থেকে ঝোলে জামাকাপড়, ছোট গাছের টব। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

০২ ১৫
Hangzhou Regent International

দাবি করা হচ্ছে, এই বাসভবনে নাকি একসঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করেন। এ-ও দাবি করা হয়েছে, এটিই নাকি বিশ্বের সবচেয়ে জনবহুল বাসভবন।

০৩ ১৫
Hangzhou Regent International

এই ইমারতের নাম হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল। যা রয়েছে চিনের হ্যাংঝো শহরে।

Advertisement
০৪ ১৫
Hangzhou Regent International

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলির এই দাবি সত্যি কি না তা খুঁজে বার করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

০৫ ১৫
Hangzhou Regent International

সমাজমাধ্যমে ওই আবাসনের ছবি দিয়ে দাবি করা হয়েছে, হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল হল বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন যেখানে বাস ৩০ হাজার মানুষের।

Advertisement
০৬ ১৫
Hangzhou Regent International

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক ভাবে হ্যাংঝোয় আবাসনের পরিবর্তে একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা হয়েছিল। তবে পরবর্তী কালে নির্মাতাদের সিদ্ধান্তে বদল আসে। হোটেলের পরিবর্তে একটি বাসভবনে পরিণত করা হয় পুরো ইমারতকে।

০৭ ১৫
Hangzhou Regent International

হোটেলের বদলে বাসভবন তৈরির পরিকল্পনার পর ওই ইমারতের অভ্যন্তরীণ নকশাও বদলে ফেলা হয়। ছোট ছোট অসংখ্য কক্ষ তৈরি হয় আবাসনের প্রতিটি তলায়।

Advertisement
০৮ ১৫
Hangzhou Regent International

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই বাসভবনে বাস করেন চিনের ‘হ্যাং পিয়াও’রা। চিনের তরুণ পেশাদার, সমাজমাধ্যমের তারকা এবং প্রভাবীদের ‘হ্যাং পিয়াও’ বলা হয়।

০৯ ১৫
Hangzhou Regent International

চিনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই আবাসনে ১০ হাজার থেকে ৩০ হাজার বাসিন্দা বসবাস করেন।

১০ ১৫
Hangzhou Regent International

হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল আবাসনটি হ্যাংঝোর কিয়ানজিয়াং শহরে।

১১ ১৫
Hangzhou Regent International

আবাসনটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলেও এবং বিলাসবহুল হলেও অতিরিক্ত লোক বসবাসের জন্য আবাসিকেরা গোপনীয়তার অভাব বোধ করেন।

১২ ১৫
Hangzhou Regent International

এই আবাসনের আবাসিকদের মধ্যে প্রায়ই গোলমাল বাধে বিভিন্ন কারণে।

১৩ ১৫
Hangzhou Regent International

তবে সত্যিই কি হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল পৃথিবীর সবচেয়ে জনবহুল আবাসন! চিনা সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই আবাসনে ১০ থেকে ২০ হাজার মানুষের বাস হলেও সেই সংখ্যা কোনও মতেই ৩০ হাজার নয়।

১৪ ১৫
Hangzhou Regent International

এই আবাসনে যে সত্যিই ৩০ হাজার লোক বাস করে তার কোনও সুনির্দিষ্ট প্রমাণও নেই।

১৫ ১৫
Hangzhou Regent International

মনে করা হয়, পৃথিবীর সব থেকে উঁচু বাসভবন আমেরিকার সেন্ট্রাল পার্ক টাওয়ার।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি