ধর্মেন্দ্র, ঋষি কপূর, বিনোদ খন্না, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান। আমির খান, অক্ষয় কুমার— বলি অভিনেতাদের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন একাধিক বলি অভিনেত্রী। কোনও অভিনেতা তাঁর কেরিয়ারে দশ জন নায়িকার সঙ্গে আবার কোনও অভিনেতা ২০ জন নায়িকার সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধেছেন। কিন্তু বেশি সংখ্যক অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে বলি অভিনেতাদেরকেও টেক্কা দিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এক অভিনেতা।
পঞ্চাশ থেকে আশির দশকের দিকে দক্ষিণী ফিল্মজগতের মালয়ালম অভিনেতা প্রেম নাজ়ির। সম্পূর্ণ কেরিয়ারে ৮০ জন অভিনেত্রীর সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে নজির গড়েছেন প্রেম।
ত্রিশ দশকের বেশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে ৭০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন প্রেম। এর মধ্যে বেশির ভাগ হিট ছবিই উপহার দিয়েছেন তিনি।
কেরিয়ারের প্রথম দিকে জয়াভারতী, শীলা, শারদার সঙ্গে বড় পর্দায় অভিনয় করেছিলেন প্রেম। মালয়ালম ফিল্মজগতের প্রথম ‘সুপারস্টার’ হিসাবে পরিচিত তিনি।
রোম্যান্টিক হিরো হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেন প্রেম। অভিনয়ের ক্ষেত্রে মালয়ালম ফিল্মজগতে আমূল পরিবর্তন আনেন তিনি।
দক্ষিণী ফিল্মজগতের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের মধ্যে শীর্ষে স্থান দখল করে নেন প্রেম। ১৯২৬ সালের ৭ এপ্রিল কেরলে জন্ম প্রেমের। তাঁর আসল নাম আব্দুল খাদের। বাবা-মা, দুই ভাই এবং ছয় বোনের সঙ্গে থাকতেন প্রেম।
শৈশবে মা মারা যান প্রেমের। বাবা এবং সৎমায়ের কাছেই বড় হয়েছেন তিনি। ১৯৫২ সালে ‘মারুমাকাল’ ছবির মাধ্যমে ফিল্মজগতে আত্মপ্রকাশ করেন প্রেম।
কেরিয়ারে ৭০০টির বেশি ছবিতে অভিনয় করলেও সবচেয়ে বেশি প্রেম অভিনয় করেছেন শীলার সঙ্গে।
সূত্রের খবর, ১৩০টি ছবিতে শীলার সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন প্রেম। প্রেম-শীলার জুটি মালয়ালম ফিল্মজগতেও জনপ্রিয় ছিল।
১৯৬২ সালে অভিনয়জগতে পা রাখেন শীলা। একই বছর প্রেমের সঙ্গেও অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী।
‘ভেলুথা ক্যাথরিনা’, ‘কুট্টি কুপ্পয়ম’, ‘স্থানার্থী সরম্মা’, ‘কড়থনট্টু মক্কম’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন প্রেম এবং শীলা।
ষাট থেকে সত্তরের দশককে প্রেমের কেরিয়ারের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। এই সময়েই কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছে যান তিনি।
আশির দশকের গোড়ার দিকে পার্শ্বচরিত্রেও অভিনয় করেন প্রেম। একই বছরে সবচেয়ে বেশি ছবি মুক্তি পেয়ে নজির গড়েছেন এই দক্ষিণী অভিনেতা। ১২ মাসে পর পর ৩০টি ছবি মুক্তি পেয়েছে প্রেমের।
সম্পূর্ণ কেরিয়ারে ৪০টি ছবিতে প্রেমকে দ্বৈতচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে। মালয়ালম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা ১৯৮৯ সালের ১৬ জানুয়ারি ৬২ বছর বয়সে অসুস্থতার কারণে মারা যান।
সকল ছবি সংগৃহীত।