Test XI of all-rounders

দলে দুই ভারতীয়, নেই কোনও অসি! সেরা অলরাউন্ডারদের টেস্ট একাদশে ঠাঁই পেলেন কারা?

ব্যাট হাতে যেমন বিপক্ষ দলের ত্রাস, বল হাতে এঁরা তেমনই ব্যাটারদের আতঙ্কের কারণ। তেমনই ১১ জনকে নিয়ে একটি দল তৈরি করলাম আমরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:৪৮
০১ ১২
তিনি রাঁধেন, আবার তিনি চুলও বাঁধেন। এবং দুই কাজেই তিনি বেশ দক্ষ! এঁরা বাইশ গজের অলরাউন্ডার। ব্যাট হাতে যেমন বিপক্ষ দলের ত্রাস, বল হাতে এঁরা তেমনই ব্যাটারদের আতঙ্কের কারণ। তেমনই ১১ জনকে নিয়ে একটি দল তৈরি করলাম আমরা। দেখুন তো আমাদের দলের সঙ্গে আপনার স্বপ্নের দলের মিল কতটা।

তিনি রাঁধেন, আবার তিনি চুলও বাঁধেন। এবং দুই কাজেই তিনি বেশ দক্ষ! এঁরা বাইশ গজের অলরাউন্ডার। ব্যাট হাতে যেমন বিপক্ষ দলের ত্রাস, বল হাতে এঁরা তেমনই ব্যাটারদের আতঙ্কের কারণ। তেমনই ১১ জনকে নিয়ে একটি দল তৈরি করলাম আমরা। দেখুন তো আমাদের দলের সঙ্গে আপনার স্বপ্নের দলের মিল কতটা।

০২ ১২
Sanath Jayasuriya

সনৎ জয়সূর্য: শ্রীলঙ্কার এই বাঁহাতি অলরাউন্ডারকে সে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার বললেও অত্যুক্তি হয় না। টেস্ট হোক বা এক দিনের ম্যাচ, ব্যাট হোক বা বল, জয়সূর্যের তেজে বিপক্ষ জ্বলে গিয়েছে বার বার। দেশের হয়ে ১১০টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি। ব্যাট হাতে করেছেন প্রায় সাত হাজার রান। ৯৮টি উইকেটও নিয়েছেন তিনি।

০৩ ১২
Kumar Sangakkara

কুমার সঙ্গকারা: নিঃসন্দেহে দ্বীপরাষ্ট্রের সর্বকালের সেরা ব্যাটার। টেস্টে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ১৩৪ টেস্টে ১২৪০০ রান করেছেন তিনি। ৩৮টি শতরানও রয়েছে তাঁর নামের পাশে। আমাদের দলের উইকেটরক্ষক অলরাউন্ডার তিনি।

Advertisement
০৪ ১২
Jacques Kallis

জাক কালিস: আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে অনায়াসে যে কোনও দলে ঠাঁই পাবেন কালিস। দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ক্রিকেটার ব্যাট হাতে যেমন দক্ষ, বল হাতে তেমনই তীক্ষ্ণ। ১৬৬ টেস্টে ব্যাট হাতে ১৩ হাজারের উপর রান, ৪৫টি শতরান, বল হাতে ২৯২ উইকেট! কালিসের মতো ক্রিকেটার যে কোনও দলের সম্পদ।

০৫ ১২
Gary Sobers

গ্যারি সোবার্স: বাইশ গজের আর এক দিগ্‌গজ। ক্যারিবীয় এই ক্রিকেটার কেরিয়ারে ৯৩টি টেস্ট খেলেছেন। প্রায় ৫৮ গড়ে করেছেন আট হাজারেরও বেশি রান। বল হাতে নিয়েছেন ২৩৫টি উইকেট। তাঁকে ছাড়া এই দল ভাবাই অসম্ভব।

Advertisement
০৬ ১২
Ian Botham

ইয়ান বোথাম: ইংল্যান্ডের এই অলরাউন্ডারেরও রেকর্ড যথেষ্ট ভাল। টেস্ট কেরিয়ারে ১০২টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৫২০০, আর বল হাতে নিয়েছেন ৩৮৩ উইকেট। এর মধ্যে এক ইনিংসে ৮ উইকেটও রয়েছে।

০৭ ১২
Imran Khan

ইমরান খান: ক্রিকেটের চেয়ে বর্তমানে তাঁর রাজনীতি নিয়েই চর্চা হয় বেশি। তবে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। দেশের হয়ে ৮৮টি ম্যাচে প্রায় চার হাজার রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩৬২টি উইকেট।

Advertisement
০৮ ১২
Kapil Dev

কপিল দেব: আমাদের দলের প্রথম ভারতীয় ক্রিকেটার। এ দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারও বটে। কেরিয়ারে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। বল হাতে নিয়েছেন ৪৩৪ উইকেট। ব্যাট হাতে আটটি শতরান-সহ পাঁচ হাজারেরও বেশি রান রয়েছে তাঁর ঝুলিতে।

০৯ ১২
Richard Hadlee

রিচার্ড হ্যাডলি: খুব বেশি টেস্ট খেলেননি এই কিউয়ি অলরাউন্ডার। তবে যা খেলেছেন, তাতেই জাত চিনিয়েছেন। মাত্র ৮৬ টেস্টে হ্যাডলি নিয়েছেন ৪৩১টি উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ভরসা দিতেন তিনি। কেরিয়ারে তিন হাজারেরও বেশি রান করেছেন তিনি।

১০ ১২
Wasim Akram

ওয়াসিম আক্রম: পাকিস্তান তো বটেই, আক্রম বিশ্বেরও অন্যতম সেরা বাঁহাতি পেসার। লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও ভাল ছিল এই পাকিস্তানি অলরাউন্ডারের। কেরিয়ারে ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছেন তিনি। তিনটি শতরান-সহ প্রায় তিন হাজার রানও করেছেন তিনি।

১১ ১২
Daniel Vettori

ড্যানিয়েল ভেত্তোরি: নিউ জ়িল্যান্ডের এই বাঁহাতি অলরাউন্ডার ছিলেন কিউয়ি দলের অপরিহার্য ক্রিকেটার। ১১৩ টেস্টে ৩৬২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে ছ’টি শতরান-সহ করেছেন সাড়ে চার হাজারেরও বেশি রান।

১২ ১২
Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন: দলের দ্বিতীয় ভারতীয় হিসাবে আমরা রাখলাম রবিচন্দ্রন অশ্বিনকে। ডানহাতি অফস্পিনারের ব্যাটিংয়ের হাতটিও মন্দ নয়। কেরিয়ারে এখনও পর্যন্ত ১০৫ টেস্টে ৫৩৬টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ছ’টি শতরান-সহ করেছেন প্রায় সাড়ে তিন হাজার রান।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি