Highest Grossing

Top 15 movies: ভারতীয় সিনেমাও কাঁপাচ্ছে বিশ্বের বক্স অফিস! তালিকায় কোন কোন ছবি?

কোন ১৫টি ভারতীয় সিনেমা বিশ্বের বক্স অফিসে সর্বোচ্চ স্থানে রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০৯:৪৪
০১ ১৬
কেজিএফ: চ্যাপ্টার ২: মুক্তির পর সিনেমা জগতে ঝড় বয়ে যায়। ভারতের বক্স অফিস থেকে ১০০০ কোটি টাকা উপার্জন করলেও বিশ্বের বক্স অফিসে এই সিনেমাটি চতুর্থ স্থানে রয়েছে। আসুন জেনে নিন, কোন ১৫টি ভারতীয় সিনেমা বিশ্বের বক্স অফিসে সর্বোচ্চ স্থানে রয়েছে।

কেজিএফ: চ্যাপ্টার ২: মুক্তির পর সিনেমা জগতে ঝড় বয়ে যায়। ভারতের বক্স অফিস থেকে ১০০০ কোটি টাকা উপার্জন করলেও বিশ্বের বক্স অফিসে এই সিনেমাটি চতুর্থ স্থানে রয়েছে। আসুন জেনে নিন, কোন ১৫টি ভারতীয় সিনেমা বিশ্বের বক্স অফিসে সর্বোচ্চ স্থানে রয়েছে।

০২ ১৬
দঙ্গল: আমির খান অভিনীত এই হিন্দি সিনেমাটি বিশ্বের বক্স অফিসে প্রথম স্থানে রয়েছে। এমনকি, চিনেও ৩৪টি অন্যান্য দেশের যে সিনেমাগুলি দেখানো হয় সেগুলির মধ্যে ‘দঙ্গল’ একটি। বিশ্বের বক্স অফিস থেকে প্রায় ২,০২৪ কোটি টাকা উপার্জন করেছে ‘দঙ্গল’।

দঙ্গল: আমির খান অভিনীত এই হিন্দি সিনেমাটি বিশ্বের বক্স অফিসে প্রথম স্থানে রয়েছে। এমনকি, চিনেও ৩৪টি অন্যান্য দেশের যে সিনেমাগুলি দেখানো হয় সেগুলির মধ্যে ‘দঙ্গল’ একটি। বিশ্বের বক্স অফিস থেকে প্রায় ২,০২৪ কোটি টাকা উপার্জন করেছে ‘দঙ্গল’।

০৩ ১৬
বাহুবলি ২: দ্য কনক্লুশন: দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমার মধ্যে ‘বাহুবলি ২’ অন্যতম। অ্যাকশন ও ড্রামার দারুণ মিলন ঘটেছে এই সিনেমায়। প্রভাস অভিনীত এই সিনেমা বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ডাবিং করা হয়েছে। বিশ্বের বক্স অফিস থেকে ১,৮১০ কোটি টাকা উপার্জন করে ‘বাহুবলি ২’ দ্বিতীয় স্থান অধিকার করেছে।

বাহুবলি ২: দ্য কনক্লুশন: দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমার মধ্যে ‘বাহুবলি ২’ অন্যতম। অ্যাকশন ও ড্রামার দারুণ মিলন ঘটেছে এই সিনেমায়। প্রভাস অভিনীত এই সিনেমা বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ডাবিং করা হয়েছে। বিশ্বের বক্স অফিস থেকে ১,৮১০ কোটি টাকা উপার্জন করে ‘বাহুবলি ২’ দ্বিতীয় স্থান অধিকার করেছে।

Advertisement
০৪ ১৬
আরআরআর: ২০২২ সালে মুক্তি পেয়েও তেলুগু সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসের সেরা তিনটি সিনেমার মধ্যে রয়েছে। বিশ্বের বক্স অফিস থেকে মোট ১,১২০ কোটি টাকা উপার্জন করেছে।

আরআরআর: ২০২২ সালে মুক্তি পেয়েও তেলুগু সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসের সেরা তিনটি সিনেমার মধ্যে রয়েছে। বিশ্বের বক্স অফিস থেকে মোট ১,১২০ কোটি টাকা উপার্জন করেছে।

০৫ ১৬
কেজিএফ: চ্যাপ্টার ২: জনপ্রিয়তার ক্ষেত্রে প্রথম পর্বকেও ছাপিয়ে গিয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বক্স অফিসে চতুর্থ স্থান অধিকার করেছে। তৃতীয় পর্ব কবে মুক্তি পাবে, তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা।

কেজিএফ: চ্যাপ্টার ২: জনপ্রিয়তার ক্ষেত্রে প্রথম পর্বকেও ছাপিয়ে গিয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বক্স অফিসে চতুর্থ স্থান অধিকার করেছে। তৃতীয় পর্ব কবে মুক্তি পাবে, তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা।

Advertisement
০৬ ১৬
‘বজরঙ্গি ভাইজান’: সলমন খান অভিনীত এই হিন্দি সিনেমাটি বিশ্বের বক্স অফিস থেকে ৯১০ কোটি টাকা উপার্জন করে পঞ্চম স্থানে রয়েছে।

‘বজরঙ্গি ভাইজান’: সলমন খান অভিনীত এই হিন্দি সিনেমাটি বিশ্বের বক্স অফিস থেকে ৯১০ কোটি টাকা উপার্জন করে পঞ্চম স্থানে রয়েছে।

০৭ ১৬
‘সিক্রেট সুপারস্টার’: আবার আমির খান অভিনীত একটি সিনেমা বিশ্বের বক্স অফিসে ষষ্ঠ স্থান অধিকার করে রয়েছে। জানা যায়, ‘সিক্রেট সুপারস্টার’ ৮৫৮ কোটি টাকা উপার্জন করেছে।

‘সিক্রেট সুপারস্টার’: আবার আমির খান অভিনীত একটি সিনেমা বিশ্বের বক্স অফিসে ষষ্ঠ স্থান অধিকার করে রয়েছে। জানা যায়, ‘সিক্রেট সুপারস্টার’ ৮৫৮ কোটি টাকা উপার্জন করেছে।

Advertisement
০৮ ১৬
‘পিকে’: অনুষ্কা শর্মা ও আমির খান অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে সপ্তম স্থানে রয়েছে। পার্শ্ব চরিত্রে রয়েছে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত। বিশ্বের বক্স অফিস থেকে ৭৪৩ কোটি টাকা উপার্জন করেছে।

‘পিকে’: অনুষ্কা শর্মা ও আমির খান অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে সপ্তম স্থানে রয়েছে। পার্শ্ব চরিত্রে রয়েছে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত। বিশ্বের বক্স অফিস থেকে ৭৪৩ কোটি টাকা উপার্জন করেছে।

০৯ ১৬
২.০’: অষ্টম স্থানে রয়েছে সকলের প্রিয় রজনীকান্ত অভিনীত সিনেমা ‘২.০’। পার্শ্ব চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশ্বের বক্স অফিস থেকে ৬৪৮ কোটি টাকা উপার্জন করেছে।

২.০’: অষ্টম স্থানে রয়েছে সকলের প্রিয় রজনীকান্ত অভিনীত সিনেমা ‘২.০’। পার্শ্ব চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশ্বের বক্স অফিস থেকে ৬৪৮ কোটি টাকা উপার্জন করেছে।

১০ ১৬
‘সঞ্জু’: সঞ্জয় দত্তের আত্মজীবনীমূলক এই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রণবীর কপূর। বিশ্বের বক্স অফিস থেকে ৫৮৫ কোটি টাকা উপার্জন করে ‘সঞ্জু’ নবম স্থানে রয়েছে।

‘সঞ্জু’: সঞ্জয় দত্তের আত্মজীবনীমূলক এই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রণবীর কপূর। বিশ্বের বক্স অফিস থেকে ৫৮৫ কোটি টাকা উপার্জন করে ‘সঞ্জু’ নবম স্থানে রয়েছে।

১১ ১৬
‘সুলতান’: সলমন খান অভিনীত ‘সুলতান’ সিনেমাটি বিশ্বের বক্স অফিসে ৫৮৪ কোটি টাকা উপার্জন করে দশম স্থান অধিকার করে রয়েছে।

‘সুলতান’: সলমন খান অভিনীত ‘সুলতান’ সিনেমাটি বিশ্বের বক্স অফিসে ৫৮৪ কোটি টাকা উপার্জন করে দশম স্থান অধিকার করে রয়েছে।

১২ ১৬
‘টাইগার জিন্দা হ্যায়’: সলমন খান অভিনীত আরও একটি সিনেমা রয়েছে এই তালিকায়। ‘টাইগার জিন্দা হ্যায়’ বিশ্বের বক্স অফিস থেকে ৫৬১ কোটি টাকা উপার্জন করে একাদশ স্থানে রয়েছে।

‘টাইগার জিন্দা হ্যায়’: সলমন খান অভিনীত আরও একটি সিনেমা রয়েছে এই তালিকায়। ‘টাইগার জিন্দা হ্যায়’ বিশ্বের বক্স অফিস থেকে ৫৬১ কোটি টাকা উপার্জন করে একাদশ স্থানে রয়েছে।

১৩ ১৬
‘পদ্মাবত’: বিশ্বের বক্স অফিস থেকে ৫৪০ কোটি টাকা উপার্জন করে দ্বাদশ স্থান অধিকার করে রয়েছে ‘পদ্মাবত’ সিনেমাটি। আলাউদ্দিন খলজি ও রাজপুত সম্রাট রতন সিংহের সঙ্ঘর্ষের উপর এই সিনেমাটি তৈরি হয়েছে।

‘পদ্মাবত’: বিশ্বের বক্স অফিস থেকে ৫৪০ কোটি টাকা উপার্জন করে দ্বাদশ স্থান অধিকার করে রয়েছে ‘পদ্মাবত’ সিনেমাটি। আলাউদ্দিন খলজি ও রাজপুত সম্রাট রতন সিংহের সঙ্ঘর্ষের উপর এই সিনেমাটি তৈরি হয়েছে।

১৪ ১৬
‘ধুম ৩’: বিশ্বের বক্স অফিস থেকে ৫২৯.৯৭ কোটি টাকা উপার্জন করে ত্রয়োদশ স্থানে রয়েছে আমির খান অভিনীত ‘ধুম ৩’ সিনেমাটি। ১৫।

‘ধুম ৩’: বিশ্বের বক্স অফিস থেকে ৫২৯.৯৭ কোটি টাকা উপার্জন করে ত্রয়োদশ স্থানে রয়েছে আমির খান অভিনীত ‘ধুম ৩’ সিনেমাটি। ১৫।

১৫ ১৬
‘ওয়ার’: চতুর্দশ স্থানে রয়েছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমাটি। বিশ্বের বক্স অফিস থেকে মোট ৪৫১ কোটি টাকা উপার্জন করেছে।

‘ওয়ার’: চতুর্দশ স্থানে রয়েছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমাটি। বিশ্বের বক্স অফিস থেকে মোট ৪৫১ কোটি টাকা উপার্জন করেছে।

১৬ ১৬
‘সাহো’: পঞ্চদশ স্থান অধিকার করে রয়েছে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমাটি। বিশ্বের বক্স অফিস থেকে মোট ৪৩২ কোটি টাকা উপার্জন করেছে।

‘সাহো’: পঞ্চদশ স্থান অধিকার করে রয়েছে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমাটি। বিশ্বের বক্স অফিস থেকে মোট ৪৩২ কোটি টাকা উপার্জন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি