দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানীর সঙ্গে শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। তাঁদের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের তালিকায় বলি তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতি, রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের ক্রিকেটারেরাও। তবে এই অনুষ্ঠানে আলাদা ভাবে নজর কেড়েছেন বলিউডের নায়িকারা। কেউ জীবনসঙ্গীর সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেছেন, কাউকে আবার সঙ্গী ছাড়াই ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে। কোনও কোনও অভিনেত্রী যে অম্বানী-পুত্রের কাছের বান্ধবী, তার ঝলক দেখা গিয়েছে তাঁদের পোশাকেও।
বয়স সত্তর ছুঁইছুঁই হলেও পোশাকে আভিজাত্যের ছোঁয়া কোনও অংশে কম থাকে না বর্ষীয়ান অভিনেত্রী রেখার। কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক অথবা বলিপাড়ার কোনও তারকার বিয়ে, রেখা নজর কাড়েন সব সময়। অনন্ত-রাধিকার বিয়েতেও তার অন্যথা হয়নি।
অম্বানী পরিবারের সঙ্গে বচ্চন পরিবারের সুসম্পর্ক রয়েছে। তাই মুকেশের কনিষ্ঠ পুত্রের বিয়েতে যে বচ্চন পরিবারের কেউ আসবেন না, তা মানা যায় না। বচ্চন পরিবারের সকল সদস্যই এসেছিলেন এবং সকলে পোজ় দিয়ে ছবিও তুললেন। শুধু তাঁদের সঙ্গে দেখা গেল না বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনকে। পরে অবশ্য ঐশ্বর্যার দেখা পাওয়া গিয়েছে। তবে তাঁর সঙ্গে অভিষেক ছিলেন না। বরাবরের মতো কন্যা আরাধ্যাকে নিয়ে অনন্ত-রাধিকার বিয়েতে গিয়েছিলেন অভিনেত্রী।
স্ত্রী জয়া বচ্চনের হাত ধরে অম্বানীর পুত্রের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। পোশাকের পাশাপাশি জয়ার গলার হারও ছিল আকর্ষণীয়।
সোনালি রঙের জমকালো লেহঙ্গায় ধরা দিয়েছিলেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কপূর। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, শিখর পাহারিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। অনন্ত-রাধিকার বিয়েতে শিখরের সঙ্গেই গিয়েছিলেন তিনি। কিন্তু পাপারাৎজ়িদের সামনে একাই পোজ় দিতে দেখা যায় জাহ্নবীকে।
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কপূর। তবে জাহ্নবীর পোশাকের সঙ্গে মিল ছিল না তাঁর। বরং বলিউডের অন্য দুই তারকা-সন্তানের সঙ্গে পোশাকের মিল খুঁজে পাওয়া গিয়েছে খুশির লেহঙ্গার।
সবুজ রঙের লেহঙ্গায় দেখা যায় খুশিকে। হুবহু একই নকশার লেহঙ্গা পরেছিলেন বলি অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে তাঁর লেহঙ্গা ছিল হলুদ রঙের। বলি অভিনেতা সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূরও একই ধরনের লেহঙ্গা পরেছিলেন। শানায়ার পরনে ছিল বেগুনি রঙের লেহঙ্গা। তিন তারকা-সন্তানের লেহঙ্গার টপে লেখা ছিল ‘অনন্তের ব্রিগেড’।
লাল রঙের লেহঙ্গা পরে অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন।
লেহঙ্গা নয়, বরং অম্বানী-পুত্রের বিয়েতে শাড়ি পরে গিয়েছিলেন বলি অভিনেত্রী দিশা পাটানি। হলুদ রঙের শাড়ির আঁচল সরু করে ড্রেপ করেছিলেন তিনি।
অনন্ত এবং রাধিকার বিয়েতে উপস্থিত থাকবেন বলে আমেরিকা থেকে মুম্বই যান প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং আমেরিকার খ্যাতনামী সঙ্গীতশিল্পী নিক জোনাস।
সইফ আলি খানের কন্যা সারা আলি খানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সইফ-পুত্র ইব্রাহিম আলি খানকে দেখা যায় সারার সঙ্গে।
বলি অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজ়া অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। তাঁর পরনে ছিল সাদা রঙের শাড়ি। সাজের মধ্যে ছিল দক্ষিণী ছোঁয়া। বলি অভিনেতা এবং স্বামী রীতেশ দেশমুখের সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন অভিনেত্রী।
জুটি হিসাবে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে নজর কাড়েন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। গোলাপি রঙের বেনারসি পরেছিলেন বলি অভিনেত্রী।
স্বামী এবং ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন সুনীল শেট্টির কন্য়া এবং বলি অভিনেত্রী আথিয়া শেট্টি।
শাড়ি এবং শেরওয়ানি পরে দেখা যায় বলিপাড়ার অন্য এক তারকা-দম্পতিকেও। ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলও হাজির ছিলেন অম্বানী-পুত্রের বিয়ের অনুষ্ঠানে।
জমকালো লেহঙ্গা পরে নজর কেড়েছিলেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানীকে একসঙ্গে দেখা যায়। বলিপাড়ার এই তারকা-দম্পতিও সকলের নজর কাড়েন।
কপালে টিপ, হালকা গয়না এবং লাল শাড়িতে দুর্দান্ত লুকে হাজির হয়েছিলেন বলি অভিনেত্রী বিদ্যা বালন।
হলুদ রঙের লেহঙ্গার উপর আলাদা করে বেগুনি রঙের আঁচল ড্রেপ করে পরেছিলেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
সব ছবি: পিটিআই এবং রয়টার্স থেকে নেওয়া।