Neymar Penthouse In Dubai

স্পা, সুইমিং পুল থেকে গাড়ির জন্য আলাদা লিফ্‌ট! ৪৫৬০০০০০০০ টাকা দিয়ে পেন্টহাউস কিনলেন নেমার

পেন্টহাউসটি ৪৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য পেন্টহাউসে রয়েছে স্পা থেকে সুইমিং পুল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৫৯
০১ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

আর অল্প হলেই যেন আকাশ ছোঁবে। উপর থেকে নীচের দিকে তাকালে মনে হয়, আবাসনের মধ্যে যেন সমুদ্রের ঢেউ খেলে গিয়েছে। আদ্যোপান্ত বিলাসিতায় মোড়া। দুবাইয়ের জাঁকজমকপূর্ণ এলাকায় কোটি কোটি টাকা খরচ করে এমনই একটি পেন্টহাউস কিনেছেন ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেমার জুনিয়র।

০২ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

সংবাদমাধ্যম সূত্রে খবর, দুবাইয়ের বুগাটি রেসিডেন্সে বিলাসপূর্ণ পেন্টহাউস কিনেছেন নেমার। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার বাজারমূল্য ৪৫৬ কোটি টাকা।

০৩ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসটি ৪৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য পেন্টহাউসে রয়েছে স্পা থেকে সুইমিং পুল।

Advertisement
০৪ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

নেমারের পেন্টহাউসে মোট ১৮২টি আলাদা ইউনিট রয়েছে। গাড়ি রাখার জন্য রয়েছে দু’খানা গ্যারাজ।

০৫ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

নেমারের সংগ্রহে বিলাসবহুল গাড়ির সংখ্যা কম নয়। আবাসনের নীচ থেকে যেন গাড়ি নিয়ে সোজা পেন্টহাউসে ওঠা যেতে পারে, তার জন্য রয়েছে আলাদা লিফ্‌টের ব্যবস্থাও।

Advertisement
০৬ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের ঘরগুলির দেওয়াল জুড়ে একেবারে মেঝে পর্যন্ত কাচের দরজা-জানলা রয়েছে। দিনের বেলায় ঘরের ভিতর সূর্যালোকের কোনও কমতি হবে না।

০৭ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

বেডরুম থেকে শুরু করে বসার ঘরের দেওয়ালে রয়েছে হালকা রং। ঘরের চারদিকে আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। ঘরের কোণে রাখা রয়েছে বিশাল গাছের টবও।

Advertisement
০৮ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের ভিতর তৈরি করা হয়েছে একটি বার। সেখানে বসেই সুরাপানের ব্যবস্থা রয়েছে।

০৯ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা করে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে পুরো দুবাই শহরের দৃশ্য উপভোগ করা যায়।

১০ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের মালিকের কোনও রকম অসুবিধা হচ্ছে কি না তা খেয়াল রাখার জন্য সর্ব ক্ষণ এক জন কর্মী রয়েছে।

১১ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের বাসিন্দারা খুব সহজেই ঘর থেকে সোজা সমুদ্রসৈকতে যেতে পারেন। ফ্রেঞ্চ রিভেরা সমুদ্রসৈকতে পেন্টহাউস থেকে অবাধ যাতায়াত করা যায়।

১২ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

শরীরচর্চা করার জন্য পেন্টহাউসে রয়েছে আলাদা একটি ফিটনেস সেন্টার। সেখানে রয়েছে আধুনিক সমস্ত যন্ত্রপাতিও।

১৩ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

স্বাদ পরিবর্তনের ইচ্ছা হলে যোগাযোগ করা যেতে পারে পেন্টহাউসের রন্ধনশিল্পীর সঙ্গেও। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী রান্না করে দেবেন তিনি।

১৪ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের নিজস্ব একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের সদস্য ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি নেই সেখানে।

১৫ ১৫
Brazilian footballer Neymar Junior buys 456 crore rupee penthouse in Dubai

পেন্টহাউসের সব কিছুই যেন আধুনিকতা এবং প্রযুক্তি দিয়ে মোড়া। ‘স্মার্ট হোম’-এর সব রকম সুবিধা পাওয়া যাবে নেমারের পেন্টহাউসে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি