টিনসেল নগরীর ‘দেওল’ পরিবারের সদস্য হয়েও বলিউডে গুটি কতক হিন্দি ছবিতে অভিনয় করেছেন অভয় সিংহ দেওল। অভিনয় গুণের জন্য দর্শকের কাছে প্রশংসা কুড়োলেও বড় পর্দায় খুব কম দেখা যায় অভয়কে। এ হেন অভয় বলিপাড়ার অন্যতম ছবি নির্মাতা অনুরাগ কশ্যপের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন অভিনেতা।
২০০৯ সালে অনুরাগ কশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দেব ডি’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর উপর ভিত্তি করে আধুনিকতার মোড়কে এই রোম্যান্টিক ব্ল্যাক কমেডি ঘরানার ছবিটি তৈরি করেছিলেন অনুরাগ। কিন্তু ছবির শুটিংয়ের সময় অভয়ের সঙ্গে অনুরাগের মন কষাকষি শুরু হয়। তা নিয়ে একটি সাক্ষাৎকারে অভয়ের বিরুদ্ধে মুখ খোলেন পরিচালক। পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেতাও।
‘দেব ডি’ মুক্তির ১১ বছর পর হাফিংটন পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘‘ছবির জন্য আমাদের কাছে বাজেট খুব কম ছিল। কোনও ভাবে সকলে মিলে ওই টাকার মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করছিলাম।’’
সিনেমার সঙ্গে যুক্তরা সকলে নয়াদিল্লির পাহাড়গঞ্জ এলাকার হোটেলে উঠেছিলেন। কিন্তু অভয় তাঁদের সঙ্গে থাকতে রাজি হননি বলে জানান অনুরাগ।
কম বাজেট থাকা সত্ত্বেও অভয়ের জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করেছিলেন বলে দাবি করেন অনুরাগ। অনুরাগের দাবি, দেওল পরিবারের সদস্য বলে সব সময় অন্য রকম ব্যবহার চাইতেন অভয়। বিলাসিতা ছাড়া থাকতে পারতেন না তিনি।
অনুরাগ সাক্ষাৎকারে জানিয়েছেন যে, গতে ধরা বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চাইতেন না অভয়। যে ছবিতে শিল্পভাবনা ফুটে ওঠে, সে রকম ছবিতে অভিনয় করার ঝোঁক বেশি অভয়ের। কিন্তু যেমন করেই হোক, তাঁর জন্য ভাল সুযোগ-সুবিধা রাখতে হত বলে দাবি করেন অনুরাগ।
অভয়ের দাবি ছিল, অনুরাগ সকলের সামনে অভয় সম্পর্কে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন। মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভয় বলেন, ‘‘অনুরাগ সবার সামনে আমার নামে যা নয় তাই বলেছেন। কিন্তু তার সবটাই মিথ্যা।’’ অনুরাগকে ‘বিষাক্ত মানুষ’ বলেও উল্লেখ করেছেন অভয়।
‘দেব ডি’ ছবি শুটিংয়ের সময় অনুরাগ নিজে থেকেই অভয়ের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করে দিয়েছিলেন, এমনটাই দাবি অভয়ের। ‘‘অনুরাগ আমাকে এসে বলেছিলেন যে, তুমি ‘দেওল’। আমাদের সঙ্গে তুমি থাকতে পারবে না। তোমার জন্য হোটেলে থাকার আলাদা ব্যবস্থা করে রেখেছি।’’ কিন্তু সাক্ষাৎকারে সম্পূর্ণ উল্টো কথা জানিয়েছিলেন অনুরাগ।
অভয়ের দাবি, অনুরাগ মিথ্যা কথা বলার পর তাঁকে আলাদা ভাবে মেসেজ করেছিলেন। সেই মেসেজে অনুরাগ বলেছিলেন, ‘‘তুমি আমার উপর চিৎকার-চেঁচামেচি করো। আমি কিছু মনে করব না। আমার ভুল হয়ে গিয়েছে। সে দিন খুব খারাপ কেটেছিল আমার। তাই তোমার ব্যাপারে ও সব বলে ফেলেছিলাম।’’
অনুরাগকে ‘বিষাক্ত মানুষ’ বলতেও পিছপা হননি অভয়। শুটিংয়ের সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যা একদম পেশাগত নয় বলে জানান অভয়। অভয়ের দাবি, তাঁর ভালমানুষির সুযোগ নিয়েছিলেন অনুরাগ।
অভয় বলেন, ‘‘অনুরাগ বিষাক্ত মানুষ। এই ধরনের মানুষদের নিয়ে অত ভাবার সময় নেই আমার। আমি যত পারি, এমন লোকজনকে এড়িয়ে চলার চেষ্টা করি।’’
অভয়ের মন্তব্য, ‘‘জীবন অনেক ছোট। অনেক কিছু করার রয়েছে এ জীবনে। অনুরাগ সত্যিই এক জন মিথ্যাবাদী এবং বিষাক্ত মানুষ। আমি সকলকে আগে থেকে ওঁর ব্যাপারে সাবধান করে রাখছি।’’
কিন্তু অভয় সম্পর্কে অনুরাগ হাজার মিথ্যা কথা বললেও অভয়ের কিছু যায় আসে না, তা নিজের মুখে স্বীকার করেছেন অভয়। তাঁর কথায়, ‘‘আমি অতীতে ফিরে দেখি না। ১২ বছর কেটে গিয়েছে। আমি এই বিষয় নিয়ে চিন্তা করি না। পরোয়া করি না কিছু।’’
অভয় সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার কোনও ব্যক্তিগত উদ্দেশ্য নেই। অনুরাগকে আমি ক্ষমা করে দিয়েছি। ওঁর নামে কোনও মিথ্যা কথাও বলিনি আমি। অনুরাগ ভাল মানুষ নন, শুধু এতটুকু জানি।’’