Crorepati Dahi Bhalle Wala

‘জাদু’ মশলার গুণে দইবড়া বিক্রি করে কোটিপতি! বিএমডব্লু চেপে রাস্তায় খাবার বিক্রি শর্মাজির

বিকেল থেকে সন্ধ্যা— মাত্র কয়েক ঘণ্টা দইবড়া বিক্রি করেন মুকেশ। নিমেষে ফাঁকা হয়ে যায় পসরা। এর পর আবার গাড়ি চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০২
০১ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

স্থান, দিল্লির নেহরু প্যালেস। সময়, বিকেল ৪টে। রাস্তার ধারে এসে দাঁড়াল একটা সাদা রঙের ঝাঁ-চকচকে বিএমডব্লু। দরজা খুলে বেরিয়ে এলেন বছর পঞ্চান্নের প্রৌঢ়। গায়ে ধোপদুরস্ত পোশাক, পায়ে চকচকে জুতো।

০২ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

না, তিনি নেহরু প্যালেসের কোনও দামি আবাসন বা সংস্থার অফিসে ঢুকলেন না। বদলে এগিয়ে গেলেন ফুটপাতের দিকে। একটা টেবিল-চেয়ার পেতে বসে পড়লেন দইবড়া বিক্রি করতে।

০৩ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

ভাবতে অবাক লাগছে? রাস্তার ধারে যাঁরা দইবড়া বা এই ধরনের ‘স্ট্রিট ফুড’ বিক্রি করেন, তাঁদের সঙ্গে মিল পাওয়া যাবে না দিল্লির মুকেশকুমার শর্মার।

Advertisement
০৪ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

মুকেশ বেশি পরিচিত ‘শর্মাজি’ নামে। আবার অনেকের কাছে তিনি পরিচিত ‘কোটিপতি দইবড়াওয়ালা’ নামে।

০৫ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

প্রায় প্রতি দিনই বিকেলে নেহরু প্যালেসে গেলে দেখা পাওয়া যেতে পারে শর্মাজির।

Advertisement
০৬ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

বিকেল থেকে মাত্র কয়েক ঘণ্টা দইবড়া বিক্রি করেন মুকেশ। নিমেষে ফাঁকা হয়ে যায় পসরা। এর পর আবার গাড়ি চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

০৭ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

নেহরু প্যালেসে দাঁড়িয়ে শর্মাজির দইবড়া খাননি, এমন দিল্লিবাসী হাতেগোনা। অনেকে দিল্লি ঘুরতে গিয়ে তা চেখে আসেন।

Advertisement
০৮ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

দিল্লিবাসীর একাংশের মতে, মুকেশ যে দইবড়া বিক্রি করেন, তার স্বাদ এমনই অতুলনীয় যে সহজে ভোলা যায় না। অনেকে আবার স্বল্পভাষী মুকেশের নম্র ব্যবহারেও মুগ্ধ।

০৯ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

শর্মাজির দইবড়ার দামও আহামরি কিছু না। মাত্র ৪০ টাকায় এক প্লেট দইবড়া বিক্রি করেন তিনি। তবে একটি প্লেটে একটিই বড়া থাকে।

১০ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

কিন্তু কী ভাবে সেই দইবড়া বিক্রি করেন মুকেশ? প্রথমে একটি প্লেটের উপর একটি বড়া রেখে উপর থেকে টক-মিষ্টি ঠান্ডা দই ছড়িয়ে দেওয়া হয়।

১১ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

এর পর একটি চামচ দিয়ে বড়াটি কয়েক টুকরো করে দেন মুকেশ। উপর থেকে মিষ্টি চাটনি, মশলা, পাপড়ি এবং ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করা হয়।

১২ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

এই দইবড়া বিক্রি করেই মুকেশের মাসিক উপার্জন লক্ষ লক্ষ টাকা। মোট সম্পত্তির পরিমাণ কয়েক কোটি।

১৩ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

শর্মাজির দাবি, বাড়িতে তৈরি বিশেষ মশলার গুণেই তাঁর দইবড়া এত সুস্বাদু।

১৪ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, শর্মাজি ১৯৮৯ সাল থেকে দইবড়া বিক্রি করছেন। প্রথম প্রথম দইবড়ার প্রতিটি প্লেট দু’টাকায় বিক্রি করতেন মুকেশ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪০ টাকা হয়েছে।

১৫ ১৫
All you need to know Delhi Crorepati Dahi Bhalla seller Mukesh Kumar Sharma

দইবড়া বিক্রি করে দিল্লির বুকে বাড়ি-গাড়ি তৈরি করে ফেলেছেন মুকেশ। বিএমডব্লু চেপে এসে দইবড়া বিক্রি করেন তিনি। গাড়ি করেই আনেন বাড়িতে তৈরি বড়া এবং দই।

ছবি সৌজন্য: ‘ভুখাশের’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি