telegram CEO Pavel durov

অবিবাহিত হয়েও শতাধিক সন্তানের জনক! ধনকুবের টেলিগ্রাম-কর্তার গ্রেফতারির নেপথ্যে ‘হাত’ বান্ধবীর?

জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা দুরভ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১২:৫৪
০১ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

অভিযোগ জমা পড়ছিল বহু দিন ধরে। জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধমূলক কাজকর্মের আখড়া হয়ে উঠছিল টেলিগ্রাম অ্যাপ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভের বিরুদ্ধে।

০২ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

ব্যক্তিগত বিমানে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেফতার হন পাভেল। টেলিগ্রাম অ্যাপকে অপরাধমূলক কাজে ব্যবহার থেকে আটকাতে ব্যর্থ পাভেল, তাই এই গ্রেফতারি, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

০৩ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

বছর ঊনচল্লিশের ধনকুবের দুরভ আদতে রুশ বংশোদ্ভূত। ২০১৩ সালে ভাই নিকোলাই দুরভের সঙ্গে টেলিগ্রাম শুরু করেন তিনি। তার আগে ২০০৬ সালে ব্যবসায় হাতেখড়ি হয় তাঁর।

Advertisement
০৪ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

এই অ্যাপ প্রথম দিকে জনপ্রিয়তা লাভ করে রাশিয়া এবং ইউক্রেনে। হোয়াট্‌সঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে থেকেও নিজের জায়গা পাকা করে নেয় টেলিগ্রাম। শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ও তাঁর দেশের অনেকেই এই অ্যাপ ব্যবহার করতেন।

০৫ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্যভান্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি।

Advertisement
০৬ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

রাশিয়া ছাড়ার পর বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর, সান ফ্রান্সিসকো ঘুরে শেষমেশ পাভেল দুরভ টেলিগ্রামের সদর দফতর হিসাবে দুবাইকে বেছে নেন। সেখান থেকেই নিয়ন্ত্রিত হত তাঁর অ্যাপের কাজকর্ম। ২০২১ সালের অগস্টে তাঁকে ফরাসি নাগরিকত্ব দেওয়া হয়।

০৭ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

দুরভের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসা মাত্র হইচই পড়ে যায় সমাজমাধ্যমে।

Advertisement
০৮ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

শিরোনামে উঠে আসা পাভেল দুরভের ব্যক্তিগত জীবনও কম বর্ণময় নয়। তিনি অবিবাহিত। একা থাকতে পছন্দ করেন।

০৯ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

বিয়ে না করেই তিনি শতাধিক সন্তানের বাবা। পাভেল দুরভ সমাজমাধ্যম পোস্টে নিজেই এ কথা ঘোষণা করেছিলেন। এক বন্ধুর অনুরোধে তিনি শুক্রাণু দান শুরু করেছিলেন বছর ১৫ আগে।

১০ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

এর পরে অসংখ্য বার শুক্রাণু দান করেছেন তিনি। ১২টি দেশ জুড়ে রয়েছে তাঁর সন্তানেরা। এখন অবশ্য আর শুক্রাণু দানের সঙ্গে যুক্ত নন দুরভ। দীর্ঘ দিন ধরে কোনও যোগাযোগও নেই ক্লিনিকের সঙ্গে।

১১ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

পাভেলের মোট সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হতে হবে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩ হাজার কোটি টাকা। এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন ব্যক্তিগত বিমানে।

১২ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

দুরভ তাঁর ব্যক্তিগত বিমানে আজারবাইজানের বাকু থেকে ফ্রান্সে যাচ্ছিলেন। সঙ্গী ছিলেন জুলি ভ্যাভিলোভা নামে এক ২৪ বছরের বান্ধবী। এমনটাই দাবি তুলেছে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলি। বান্ধবীর সামনেই তাঁকে হাতকড়া পরায় ফরাসি পুলিশ।

১৩ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুলি ভ্যাভিলোভা এক জন ক্রিপ্টো বিশেষজ্ঞ এবং গেমার। প্রায়ই তাঁকে দুরভের সঙ্গে নানা দেশে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। ইংরেজি, স্প্যানিশ, আরবি ও রাশিয়ান এই চার ভাষাতেই দড় পাভেলের এই বিশেষ বান্ধবী।

১৪ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

জুলি ভ্যাভিলোভাকে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। সমাজমাধ্যমে পোস্ট করা জুলির বিভিন্ন পোস্ট দেখে পাভেলের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল হয় পুলিশ, শোনা যাচ্ছে এমন তথ্যও।

১৫ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

ভারতেও ত্রাস হয়ে উঠছিল টেলিগ্রাম। এই অ্যাপটির মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করা হয়েছে, এই অভিযোগও বার বার উঠেছে। টেলিগ্রামের মাধ্যমে গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা, এমন ভূরি ভূরি অভিযোগও জমা পড়েছে।

১৬ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছোট ছোট বিনিয়োগে বড় লাভের লোভ দেখানো হচ্ছে গ্রাহকদের। ছোট ছোট কাজের মাধ্যমে সহজে আয় করা যাবে, এই ফাঁদে ফেলে বড় লাভের লোভ দেখানো হত গ্রাহকদের।

১৭ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

পরের ধাপে বড় লাভের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দিতে বলা হত।

১৮ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

লোভে পড়ে এর পর অনেকেই বেশি টাকা বিনিয়োগ করার দিকে ঝুঁকতেন। প্রথম দিকে ফেরত পাওয়া গেলও এক সময়ে টাকা আসা বন্ধ হয়ে যেত।

১৯ ১৯
All you need to know about arrested of Telegram chief Pavel Durov

দুরভের গ্রেফতারি প্রসঙ্গে সরব হয়েছেন এক্স (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্ক। আমেরিকার শিল্পপতি বিবেক রামস্বামীর করা পোস্ট সমর্থন করেন তিনি। রামস্বামীর সেই পোস্টে লেখা ছিল, ‘‘আজ টেলিগ্রাম, কাল হয়তো এক্সের পালা।’’ ফ্রান্সে গ্রেফতার হওয়া পাভেলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যেই আর্জি জানিয়েছে রাশিয়া।

—সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি