Fever

Fever: জ্বরের সময়ে ঠোঁটের কোণে ঘা? ঘরোয়া উপায়ে প্রতিকার করবেন কী ভাবে

ঠোঁটের এই ঘা কমাতে অনেক রকমের ওষুধ পাওয়া যায়। যদিও ঘরোয়া উপায়েই এই ঘা কমানো সম্ভব।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১১:১৪
জ্বরের সময়ে ঠোঁটের কোণে ঘা হলে কী করবেন?

জ্বরের সময়ে ঠোঁটের কোণে ঘা হলে কী করবেন? ছবি: সংগৃহীত

জ্বরের সময়ে অনেকেরই ঠোঁটের কোণে ঘা হয়। এই ঘা বা প্রদাহ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কী করে এই ঘা কমাবেন?

জ্বরের সময়ে হওয়া ঠোঁটের এই ঘা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। যদিও ঘরোয়া উপায়েই এই ঘা কমানো সম্ভব। রইল তার সন্ধান।

Advertisement

• অ্যাপ্‌ল সিডার ভিনিগার আছে বাড়িতে? তা হলে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। অল্প সময়েই প্রদাহ অনেক কমে যাবে।

• আরও সহজে এই ঘা কমানো যায়। বাড়িতে রসুন থাকলে, তা বেটে নিন। এ বার এই বাটা রসুন ঘায়ের উপর দিনের মাথায় দু’-তিন বার লাগান। প্রদাহ কমবে।

• ক্ষতের উপর মধুও লাগাতে পারেন। তাতেও প্রদাহ কমবে। দিনে অন্তত বার দুয়েক ব্যবহার করতে হবে মধু।

অনেকেরই জ্বর হলে ঠোঁটের কোণে এই ধরনের ঘা হয়। যা চট করে সারতে চায় না। ঘরোয়া উপায়ে সমাধান না হলে, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে।

Advertisement
আরও পড়ুন