Divorce

‘কাল কী রান্না হবে ভাবতে হচ্ছে না’, ৪ বছরের ‘বিচ্ছেদবার্ষিকী’ পালন করে লিখলেন তরুণী

বিচ্ছেদ মানেই যে দুঃখযাপন নয়, ৪ বছরের বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে সম্প্রতি সে কথা বোঝালেন শাশ্বতী শিবা নামে এক তরুণী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:০২
৪ বছরের বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে সম্প্রতি সে কথা বোঝালেন শাশ্বতী শিবা নামে এক তরুণী।

৪ বছরের বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে সম্প্রতি সে কথা বোঝালেন শাশ্বতী শিবা নামে এক তরুণী। ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদের পর অনেকেরই বদল আসে জীবনে। বিচ্ছেদ বলে নয়, একটা চেনা অভ্যাস থেকে দূরে সরে এলে নতুন করে গুছিয়ে নিতে সময় লাগে। বাইরে প্রকাশ না করলেও মন জুড়ে থাকে বিষণ্ণতা। তবে বিচ্ছেদ মানেই যে দুঃখযাপন নয়, ৪ বছরের বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে সম্প্রতি সে কথা বোঝালেন শাশ্বতী শিবা নামে এক তরুণী।

শাশ্বতী নিজের টুইটারের পাতায় ‘বিচ্ছেদবার্ষিকী’ পালন করে নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছেন। স্বামীর সঙ্গে আইনত ছাড়াছাড়ি হওয়ার পর থেকে একাই থাকেন শাশ্বতী। তিনি লিখেছেন ‘‘বিচ্ছেদের পর থেকে কেটে গিয়েছে ৪ বছর। আমি প্রত্যেক বার এ দিনটি নিজের মতো করে পালন করি। তবে বিচ্ছেদ বলতে আমি রাজি নই। স্বাধীন ভাবে বাঁচার উদ্‌যাপন বলতেই বেশি ভাল লাগে আমার। এই চার বছর ধরে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি। নিজের ইচ্ছামতো চলছি, ঘুরে বেড়াচ্ছি। কাল কী রান্না হবে, আগে থেকে ভাবতে হচ্ছে না।’’

Advertisement

স্বামীর সঙ্গে মুম্বই থাকতেন শাশ্বতী। বিচ্ছেদের পর নিজের মতো করে বেঙ্গালুরুতে এসে থাকতে শুরু করেন। এখানে একটি বাড়িও তৈরি করেছেন তিনি। সুন্দর করে সাজিয়েছেন। শাশ্বতী আরও লিখেছেন, ‘‘একা থাকতে কোনও অসুবিধা হয় না। বরং ভাল লাগে। একা থাকার আলাদা একটি মজা রয়েছে। ডায়েরি লিখি। বাগান তৈরি করি। এমন স্বাধীন জীবনের লোভ আমার বহু দিনের।’’

Advertisement
আরও পড়ুন