Diwali

Travel: শুধু ভারত নয়, দীপাবলির আলোয় সাজে আরও অনেক দেশ

দীপাবলির রাতে আলোর রোশনাইয়ে সাজে ভারত। কিন্তু শুধু ভারতই নয়, আরও বহু দেশই এ দিন দীপাবলি উদ্‌যাপন করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১২:১৫
০১ ১৩
আলোর উৎসব দীপাবলি। সারা দেশ আলোর রোশনাইয়ে সাজে এ দিন। কিন্তু শুধুমাত্র ভারতে এই উৎসবের উদ্‌যাপন হয় না।

আলোর উৎসব দীপাবলি। সারা দেশ আলোর রোশনাইয়ে সাজে এ দিন। কিন্তু শুধুমাত্র ভারতে এই উৎসবের উদ্‌যাপন হয় না।

০২ ১৩
ভারতের মতোই বহু দেশেই পালন করা হয় এই আলোর উৎসব। দেখে নেওয়া যাক সেই দেশগুলি কী কী।

ভারতের মতোই বহু দেশেই পালন করা হয় এই আলোর উৎসব। দেখে নেওয়া যাক সেই দেশগুলি কী কী।

০৩ ১৩
ইন্দোনেশিয়া: প্রতি বছরই দীপাবলি উদ্‌যাপিত হয় এ দেশে। শুধু তাই নয়, এই দিনটি সরকারি ছুটিও। ফলে সাধারণ মানুষ সহজে এই উৎসবে অংশ নিতে পারেন।

ইন্দোনেশিয়া: প্রতি বছরই দীপাবলি উদ্‌যাপিত হয় এ দেশে। শুধু তাই নয়, এই দিনটি সরকারি ছুটিও। ফলে সাধারণ মানুষ সহজে এই উৎসবে অংশ নিতে পারেন।

Advertisement
০৪ ১৩
ফিজি: এখানে প্রচুর ভারতীয়। তাঁদের হাত ধরেই এ দেশে পৌঁছেছে দীপাবলি। এখন এটি গোটা ফিজিরই উৎসব।

ফিজি: এখানে প্রচুর ভারতীয়। তাঁদের হাত ধরেই এ দেশে পৌঁছেছে দীপাবলি। এখন এটি গোটা ফিজিরই উৎসব।

০৫ ১৩
মালয়েশিয়া: এ দেশে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। কিন্তু দীপাবলি পালন করা হয় পুরোদস্তুর। পরস্পরকে নানা উপহার দেওয়া, মিষ্টি খাওয়ানোর চল রয়েছে এ দিন।

মালয়েশিয়া: এ দেশে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। কিন্তু দীপাবলি পালন করা হয় পুরোদস্তুর। পরস্পরকে নানা উপহার দেওয়া, মিষ্টি খাওয়ানোর চল রয়েছে এ দিন।

Advertisement
০৬ ১৩
মরিশাস: এ দেশেও প্রচুর ভারতীয়। তাঁদের মাধ্যমেই এখানে পৌঁছেছিল দীপাবলি। এখন সেটিই হয়ে দাঁড়িয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

মরিশাস: এ দেশেও প্রচুর ভারতীয়। তাঁদের মাধ্যমেই এখানে পৌঁছেছিল দীপাবলি। এখন সেটিই হয়ে দাঁড়িয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

০৭ ১৩
নেপাল: দেশের অন্যতম বড় অনুষ্ঠান এটি। এ দিন আতশবাজি, আলোর উদ্‌যাপন যেমন হয়, তেমনই হয় লক্ষ্মীপুজোও। তবে এর পাশাপাশি দীপাবলির দিন নেপালে বিভিন্ন পশুর পুজোও করা হয়।

নেপাল: দেশের অন্যতম বড় অনুষ্ঠান এটি। এ দিন আতশবাজি, আলোর উদ্‌যাপন যেমন হয়, তেমনই হয় লক্ষ্মীপুজোও। তবে এর পাশাপাশি দীপাবলির দিন নেপালে বিভিন্ন পশুর পুজোও করা হয়।

Advertisement
০৮ ১৩
শ্রীলঙ্কা: দীপাবলির আলোর রোশনাই এ দেশেও কম নয়। তবে এখানে মূলত বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালন করা হয়।

শ্রীলঙ্কা: দীপাবলির আলোর রোশনাই এ দেশেও কম নয়। তবে এখানে মূলত বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালন করা হয়।

০৯ ১৩
কানাডা: সরকারি ছুটির দিন নয়, কিন্তু সারা দেশেই পালন করা হয় আলোর উৎসব। আতশবাজি থেকে প্রদীপ— দীপাবলির রাতে গোটা দেশ সেজে ওঠে আলোয়।

কানাডা: সরকারি ছুটির দিন নয়, কিন্তু সারা দেশেই পালন করা হয় আলোর উৎসব। আতশবাজি থেকে প্রদীপ— দীপাবলির রাতে গোটা দেশ সেজে ওঠে আলোয়।

১০ ১৩
সিঙ্গাপুর: দীপাবলির রাতটা এই দেশে কাটালে মনে হবে না, ভারতের বাইরে অন্য কোনও দেশে আছেন।

সিঙ্গাপুর: দীপাবলির রাতটা এই দেশে কাটালে মনে হবে না, ভারতের বাইরে অন্য কোনও দেশে আছেন।

১১ ১৩
ইংল্যান্ড: এ দেশের বেশ কয়েকটি শহরে জোরদার ভাবে দীপাবলি পালন করা হয়। শুধু আলো নয়, তার সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ইংল্যান্ড: এ দেশের বেশ কয়েকটি শহরে জোরদার ভাবে দীপাবলি পালন করা হয়। শুধু আলো নয়, তার সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

১২ ১৩
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: এই দেশেও প্রচুর ভারতীয় থাকেন। তাঁদের সূত্রেই এখানে পৌঁছেছে দীপাবলি। পালনও করা হয় জোরদার ভাবে। জ্বালানো হয় প্রদীপ। পোড়ানো হয় আতশবাজি।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: এই দেশেও প্রচুর ভারতীয় থাকেন। তাঁদের সূত্রেই এখানে পৌঁছেছে দীপাবলি। পালনও করা হয় জোরদার ভাবে। জ্বালানো হয় প্রদীপ। পোড়ানো হয় আতশবাজি।

১৩ ১৩
তাইল্যান্ড: এ দেশেও পালন করা হয় আলোর উৎসব। তবে দীপাবলির দিনে নয়, দেশের নিয়ম অনুযায়ী অন্য একটি দিনে পালন করা হয় এই উৎসব।

তাইল্যান্ড: এ দেশেও পালন করা হয় আলোর উৎসব। তবে দীপাবলির দিনে নয়, দেশের নিয়ম অনুযায়ী অন্য একটি দিনে পালন করা হয় এই উৎসব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি