Exercise

Stretch: রোজ স্ট্রেচ করেন? কী উপকার হয় শরীরের

দিনে দশ মিনিট স্ট্রেচিংয়েও কিছু সুফল আছে। তা জানতে সেই সময়টি নিজের জন্য ব্যয় করতে আর আটকাবেন না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২২:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রোজ জিমে গিয়ে ভারী ব্যায়াম কিংবা মাঠে দৌড়নো হয় না। তাই বলে কি একেবারেই বন্ধ রেখেছেন শরীরচর্চা? সকলে কিন্তু তা করেন না। অন্তত ঘরেই কিছু স্ট্রেচিং করে নেন। তবে এই অভ্যাসের বিরুদ্ধেও অনেকে মত দিয়ে থাকেন। এতে যে বিশেষ ওজন কমে না। মেদ ঝরে না। তবে কেন শুধু শুধু সময় নষ্ট করে স্ট্রেচিং করবেন, তা নিয়ে ওঠে প্রশ্ন।

কিন্তু দিনে দশ মিনিট স্ট্রেচিংয়েও কিছু সুফল আছে। তা জানতে সেই সময়টি নিজের জন্য ব্যয় করতে আর আটকাবেন না।

Advertisement

কী সুবিধা হয় রোজ স্ট্রেচিং করলে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) শরীর সচল রাখতে সাহায্য করে স্ট্রেচিং। নিয়মিত ব্যায়াম না করলে ধীরে ধীরে হাত-পা অচল হয়। এক দিনে তা বোঝা যায় না ঠিকই। কিন্তু হঠাৎ কোনও এক দিন বেশি কাজ করতে হলে কিংবা খানিকটা পথ হাঁটতে হলে জানান দেয় শরীর। সেই সমস্যা থেকে বাঁচায় স্ট্রেচিং।

২) মনেরও যত্ন নেয় এই ধরনের ব্যায়াম। কী ভাবে? চলাফেরা কম হলে, মনের উপরেও সেই ভার জমে। উল্টোদিকে বেশ খানিকটা হাত-পা নাড়াচাড়া করলে একটি হর্মোন তৈরি হয় শরীরে, যা মন ভাল রাখে। স্ট্রেচিং নিয়মিত করলে সেই সুবিধাও পাওয়া যায়।

৩) শরীরের রক্তচলাচাল ভাল হয়। শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায় স্ট্রেচিং। সেই অক্সিজেন রক্তেও যায়।

এর পরেও কি মনে হচ্ছে দশ মিনিটের স্ট্রেচিং আসলে সময় নষ্ট করে? বরং শরীরকে অনেক সমস্যা থেকে মুক্ত করে এই অভ্যাস।

আরও পড়ুন
Advertisement