Uorfi Javed

আড়াল বলতে প্রায় কিছুই নেই! এ কেমন পোশাকে ঘুম থেকে ওঠেন উরফি?

রবিবার সকালে কী বেশে ঘুম থেকে ওঠেন উরফি জাভেদ? দেখালেন নতুন ভিডিয়ো। এর পর অনুরাগীরা বিছানা ছেড়ে উঠতে পারেন কি?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৬
Image of Uorfi Javed

ছবি- সংগৃহীত

ভোর হতে না হতেই খুলে ফেলেছেন উরফি জাভেদ। না পোশাক নয়, ঘুম চোখের কথা হচ্ছিল। এত দিন নানা বেশে, নানা ভাবে অনুরাগীদের সামনে ধরা দিয়েছেন উরফি। তাঁর মস্তিষ্কপ্রসূত নানা রকম পোশাক এবং সাজের ঝলক নিয়ে অভিনেত্রী হাজির হন সমাজমাধ্যমে।

Advertisement

এ বার দেখুন একেবারে নির্মেদ, স্নিগ্ধ, চোখ-মুখে ঘুমের রেশ জড়ানো এক উরফিকে। তেমনই একটি ভিডিয়ো রবিবারের সকালে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দু’হাতে স্তনবৃন্ত দু’টি ঢেকে সমুদ্রের জলের মতো সবুজ রঙের বিকিনি পরে, ছুটির দিন সকাল থেকেই উষ্ণতা ছড়াচ্ছেন উরফি। রইল সেই ভিডিয়ো।

এমন ভাবেই নানা অবতারে সামনে আসেন এই মডেল-তারকা। এলো চুলে, স্নিগ্ধ চেহারায় ‘সি গ্রিন’ বিকিনি পরিহিতা উরফিকে সকাল সকাল দেখে আপ্লুত মন্তব্যকারীরা। কেউ লিখেছেন, “বুকের উপর থেকে হাতটা সরিয়ে দেখান।” আবার কেউ লিখেছেন, “প্রতিটি সকাল যেন এমন মধুর হয়।”

Advertisement
আরও পড়ুন