coronavirus

Travel: করোনাকালে কোথায় বেশি বেড়াতে যাচ্ছে ভারতীয়রা? দেশে না বিদেশে, জানাচ্ছে সমীক্ষা

বেড়াতে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকরা কোন জায়গাগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? হালে অনলাইন টিকিট বুকিং এবং হোটেল বুকিংয়ের বেশ কয়েকটি ওয়েবসাইট তার পরিসংখ্যান দিয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১৭:২৭
করোনার ভয় কাটিয়ে কোথায় যেতে চাইছেন পর্যটকরা?

করোনার ভয় কাটিয়ে কোথায় যেতে চাইছেন পর্যটকরা? ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতির ভয়াবহতা কিছুটা কম। পরিস্থিতি তুলনায় একটু স্বাভাবিক হয়েছে। এর সবচেয়ে বড় কারণ টিকাকরণ। পৃথিবীর বেশির ভাগ দেশেই চলছে টিকাকরণের কাজ। আর তাই মানুষ আবার সাহস ফিরে পাচ্ছেন বেড়াতে যাওয়ার।

কিন্তু বেড়াতে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকরা কোন জায়গাগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? হালে অনলাইন টিকিট বুকিং এবং হোটেল বুকিংয়ের বেশ কয়েকটি ওয়েবসাইট তার পরিসংখ্যান দিয়েছে। রইল সেই তালিকা।

আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রে: আন্তর্জাতিক বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। সেই সুযোগে বিদেশে যেতে ইচ্ছুক পর্যটকরা সব চেয়ে বেশি খোঁজ নিচ্ছেন যে যে দেশের:

Advertisement

• মার্কিন যুক্তরাষ্ট্র

• রাশিয়া

• মলদ্বীপ

• সুইৎজারল্যান্ড

• কাতার

• কানাডা

• ইংল্যান্ড

• মেক্সিকো

• আর্মেনিয়া

• ফ্রান্স

চালু হয়েছে বহু বিমানই।

চালু হয়েছে বহু বিমানই।

দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে: বিমান চলাচল চালু রয়েছে। একই সঙ্গে ট্রেনেও যাওয়া যাচ্ছে কোনও কোনও জায়গায়। দেশের মধ্যে বেড়াতে যেতে ইচ্ছুক পর্যটকরা সব চেয়ে বেশি খোঁজ নিচ্ছেন যে সব জায়গার:

• নয়াদিল্লি

• মুম্বই

• লোনাভালা

• বেঙ্গালুরু

• চেন্নাই

• কলকাতা

• জয়পুর

• হায়দরাবাদ

• লেহ

• উদয়পুর

তবে কোভিড পরিস্থিতি যতই ভয় দেখাক না কেন, এখনও হোমস্টে, গেস্টহাউজ বা রিসর্টে থাকার আগ্রহের চেয়ে মানুষ বেশি ভরসা রাখছেন হোটেলেই। অনলাইনে থাকার জায়গা বুকিংয়ের ওয়েবসাইট-গুলির সমীক্ষা তাই-ই বলছে।

Advertisement
আরও পড়ুন