Crime

Bizarre Crime: অন্ধকারে নকল লিঙ্গ লাগিয়ে যৌন মিলন! একই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ৩ তরুণীর

অভিযুক্তের নাম তরজিৎ সিংহ। তরজিৎ তাঁদের ঠকিয়েছেন, এমনকি ধরা পরার পর নিগ্রহও করেছেন, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন তিন তরুণী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৮:০৭
মানসিক ভাবেও আঘাত পেয়েছেন, দাবি তিন তরুণীর

মানসিক ভাবেও আঘাত পেয়েছেন, দাবি তিন তরুণীর ছবি: সংগৃহীত

বিশেষ ভাবে তৈরি করা কৃত্রিম লিঙ্গ লাগিয়ে যৌন মিলনের অভিযোগ উঠল লন্ডনের এক ব্যক্তির বিরুদ্ধে। নাম তরজিৎ সিংহ। তরজিৎ তাঁদের ঠকিয়েছেন, এমনকি ধরা পড়ার পর নিগ্রহও করেছেন, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন তিন তরুণী।

Advertisement

কিন্তু কী করে এমন কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি? তিন তরুণীর দাবি, যৌন মিলনের সময় আলো নিভিয়ে দিতেন তরজিৎ, পরে থাকতেন পোশাক। কিন্তু বেশি দিন চলেনি এই কাজ। তরুণীরা ধরে ফেলেন যে বিশেষ ভাবে নির্মিত কোমরবন্ধ দিয়ে বাঁধা ‘প্রস্থেটিক লিঙ্গ’ লাগিয়ে রেখেছেন তরজিৎ।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ধরা পড়ার পরই আক্রমণাত্মক হয়ে ওঠেন তরজিৎ। প্রতারণা ছাড়াও শারীরিক নিগ্রহ ও খুনের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আসলের মতো প্রস্থেটিক লিঙ্গ নির্মাণকারী একটি সংস্থার ওয়েবসাইটেও যাতায়াত ছিল তাঁর, অন্তত প্রাথমিক তদন্তে তরজিতের মোবাইল থেকে পাওয়া তথ্য এমনটাই বলছে বলেও খবর স্থানীয় প্রশাসন সূত্রে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন