model

Bizarre Claim: যৌনতা আস্থারই অঙ্গ, স্বয়ং ঈশ্বরের আদেশেই নগ্ন হচ্ছি, দাবি মডেলের

যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ বলে দাবি করে ৪৬ বছর বয়সি নিতা মারি জানান, খোদ ঈশ্বরই নাকি তাঁকে নির্দেশ দিয়েছেন নগ্ন হতে!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৬:৪৫
যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ, দাবি মডেলের

যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ, দাবি মডেলের ছবি: সংগৃহীত

যৌন উত্তেজকপূর্ণ ছবি দেওয়ায় বিশেষ পারদর্শিতা রয়েছে তারকা মডেল নিতা মারির। আর তা থেকে প্রতি মাসে আয় প্রায় কোটি টাকা। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নেন ভক্তদের জন্য নগ্ন হবেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

ছবি: সংগৃহীত

আমেরিকার কলোরাডোর বাসিন্দা এই মডেল নাকি ৯ বছর বয়স থেকে ঈশ্বরের নির্দেশ পান। যৌনতা তাঁর আধ্যাত্মিক চেতনার অংশ বলে দাবি করে ৪৬ বছর বয়সি নিতা জানান, খোদ ঈশ্বরই নাকি তাঁকে নির্দেশ দিয়েছেন নগ্ন হতে! এমনকি তিনি এও জানান, ঈশ্বরের ইচ্ছায় ৭৫ বছর বয়স পর্যন্ত ভক্তদের জন্য নগ্ন হতে চান তিনি।

মডেলের এই কথায় বেজায় চটেছেন নেটাগরিকদের একাংশ। কিন্তু সেই সমালোচনায় কান দিতে নারাজ নিতা। তাঁর সাফ কথা, ‘‘আমি ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম, কাজটি করব কি না। উত্তর এল, হ্যাঁ করো।’’ তাঁর দাবি, যৌনতার এহেন প্রকাশের মধ্য দিয়ে তিনি বেশি বয়সি নারীদের ক্ষমতায়ন করছেন। আর সে কারণেই নাকি ঈশ্বর চান না যে তিনি অবসর নিন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন