Reasons for phone not charging

প্রায় ঘণ্টাখানেক বসিয়ে রেখেছেন, কিন্তু ফোনে বিন্দুমাত্র চার্জ হয়নি! কেন বলুন তো?

প্রযুক্তির কারবারিরা বলছেন, ছিঁড়ে যাওয়া চার্জারের কেব্‌ল, ভাঙা চার্জিং পোর্ট থেকে বা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা থেকেও ফোনের চার্জিংয়ে সমস্যা হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
Phone Charging

ফোনে চার্জ হচ্ছে না কেন? ছবি: সংগৃহীত।

অ্যাডাপ্টরের গায়ে ঘটা করে লেখা রয়েছে ‘ফাস্ট চার্জিং’! অথচ ঘণ্টাখানেক আগে ফোন চার্জে বসালেও তাতে একফোঁটাও চার্জ হয়নি। প্রথমে ভেবেছিলেন, সুইচ দিতে ভুলে গিয়েছেন। কিন্তু তা নয়। প্রযুক্তির কারবারিরা বলছেন, ছিঁড়ে যাওয়া চার্জারের কেব্‌ল, ভাঙা চার্জিং পোর্ট থেকে বা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা থেকেও ফোনের চার্জিংয়ে সমস্যা হতে পারে।

Advertisement

এমনকি হাত থেকে ফোন পড়ে গিয়ে চার্জিং পোর্ট সামান্য নড়ে গেলেও চার্জিংয়ের অসুবিধা হতে পারে। তবে ফোনের চার্জিং পোর্টের মুখ যে হেতু সব সময়েই খোলা থাকে, সে হেতু সহজেই ধুলোবালি, নোংরা, জামাকাপড়ের রোঁয়াও পোর্ট বা জ্যাকের মধ্যে ঢুকে যেতে পারে। সে ক্ষেত্রে কী করণীয়?

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন কী ভাবে?

· দাঁত খোঁচানোর কাঠি বা টুথপিক তো বাড়িতেই থাকে। তা দিয়ে পোর্টে জমে থাকা নোংরা, ধুলোবালি, পোশাকের রোঁয়া পরিষ্কার করে নিতে পারেন। কাঠের বা প্লাস্টিকের সরু কোনও কাঠি থাকলেও কাজ হবে। আবার সিমকার্ডের পোর্ট খোলার জন্য ফোনের সঙ্গে যে ধাতব কাঠির মতো জিনিসটি দেওয়া হয়, হাতের কাছে সেটি থাকলে তা দিয়েও কাজ চালাতে পারেন।

· শুধু ফোনের চার্জিং পোর্ট নয়, সি-টাইপ চার্জারের কেব্‌ল বা তারের মুখে যে জ্যাকটি থাকে, তার মুখেও ময়লা জমতে পারে। সে ক্ষেত্রে শুধু চার্জিং পোর্টে নজর দিলে হবে না। কাঠি দিয়ে জ্যাকটিও পরিষ্কার করতে হবে।

· প্রতিটি ফোনের জন্য নির্দিষ্ট চার্জার রয়েছে। ভুলবশত নিজের চার্জারটি বাড়িতে ফেলে এলে অন্যেরটি দিয়েই কাজ চালাতে হয়। দেখতে এক রকম হলেও সব কেব্‌লের চার্জ নেওয়ার বা সরবরাহ ক্ষমতা সমান নয়। সে ক্ষেত্রে ফোনে চার্জ হওয়া বেশ ঝক্কির। কোনও কোনও ক্ষেত্রে ফোনে চার্জ হলেও তা বেশি ক্ষণ স্থায়ী না-ও হতে পারে।

Advertisement
আরও পড়ুন