Eyelashes Growth Tips

কাজল, মাস্কারার প্রয়োজনই পড়বে না, আঁখিপল্লব এমনিতেই ঘন হবে! জেনে রাখুন টোটকা

গবেষণায় দেখা গিয়েছে, সঠিক উপায়ে আঁখিপল্লবের যত্ন নিতে পারলে, ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। অকালে পল্লব ঝরে পড়ার প্রবণতাও রুখে দেওয়া যায়। তার জন্য কী করতে হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২০:৩৫
আঁখিপল্লব ঘন করার সহজ উপায় রয়েছে।

আঁখিপল্লব ঘন করার সহজ উপায় রয়েছে। ছবি: সংগৃহীত।

মাস্কারার আশকারাতেই চোখের গভীরতা বৃদ্ধি পায়। কিন্তু দু’টি চোখে যদি পল্লব না থাকে সেই প্রসাধনী পরবেন কোথায়? চাইলে অবশ্যই কৃত্রিম পল্লব আঠা দিয়ে চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। তাতে সাময়িক ভাবে সমস্যার সমাধান হবে। কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে লাভ কিছু হবে না। রূপটান শিল্পীরা বলছেন, উল্টে এতে ক্ষতির সম্ভাবনাই বেশি। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সঠিক উপায়ে আঁখিপল্লবের যত্ন নিতে পারলে, ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। অকালে পল্লব ঝরে পড়ার প্রবণতাও রুখে দেওয়া যায়। তার জন্য অবলম্বন করতে হবে সেই পুরনো পন্থা। চুলের যত্নের শেষ কথা তেল। একই ভাবে চোখের পল্লব ঘন করতেও তেল মাখতে হবে। তবে যে কোনও তেল নয়, এ ক্ষেত্রে তিন ধরনের তেল বিশেষ ভাবে কার্যকরী।

Advertisement

১) ক্যাস্টর আয়েল

চোখের পাতা ঘন করতে ক্যাস্টর অয়েল লাগানো বেশ পরিচিত একটি ঘরোয়া পদ্ধতি। ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিডের কারণে চোখের পাতা আরও ঘন হয়। একটি ইয়ারবাডে সামান্য ক্যাস্টর অয়েল লাগিয়ে চোখের পাতায় সারা রাত লাগিয়ে রাখুন। পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে নিন। রোজ এই নিয়মে লাগালে পরিবর্তন সহজেই ধরা পড়বে।

২) কাঠবাদামের তেল

ভিটামিন ই-তে ভরপুর কাঠবাদামের তেল চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দারুণ কাজ করে। ঠিক একই ভাবে চোখের পল্লবের গোড়া মজবুত করতেও কার্যকরী কাঠবাদামের তেল।

৩) নারকেল তেল

মাথা থেকে ঝরে পড়া খুশকি চোখের পাতায় এসে পড়ে। ফলে চুলের মতো পল্লবও ঝরে পড়তে পারে। চুলের যত্নে খাঁটি নারকেল তেলের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চোখের পাতাতেও যদি এমন সমস্যা হয়, নারকেল তেল একই ভাবে কাজ করতে পারে।

Advertisement
আরও পড়ুন