Pahelgam Incident

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানা,অন্তত ২৫ পর্যটকের মৃত্যু,জঙ্গিদের খোঁজে তল্লাশি

মনে করা হচ্ছে জঙ্গিরা পর্যটকদের ভিড়ে মিশে ছিল। স্বয়ংক্রিয় বন্দুকের গুলিতে বেছে বেছে পর্যটকদের নিশানা করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:০৭
Advertisement

২০১৯ সালে পুলওয়ামার পর কাশ্মীরের বুকে ফের বড়সড় জঙ্গি হামলা। যেখানে নিশানায় নিরীহ সাধারণ পর্যটকেরা।

Advertisement

ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি ঘটনাস্থল পৌঁছেছেন। তার আগে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের খবর বৈঠকে ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ভিডিয়ো কনফারেন্সে আলোচনায় যোগ দেন আধা সামরিক বাহিনীর প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, জম্মু-কাশ্মীর পলিশের ডিজি নলিন প্রভাতন্দ এবং বেশ কয়েক জন সেনা অফিসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement