Illusion

Bizarre: ছবির মধ্যে ছবি, তার মধ্যে ছবি, তার মধ্যে...এই ছবির শেষ কোথায়

ছবির শেষ কোথায় তা জানতে হলে ভিডিয়ো দেখতেই হবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৫:৫২
এই সেই ছবি। সৌজন্য টুইটার।

এই সেই ছবি। সৌজন্য টুইটার।

ছবিটি দেখে প্রথমে একটা কথাই মাথায় আসবে— এ ছবির শেষ কোথায়? হ্যাঁ, এমনই এক ‘সীমাহীন ছবি’ ভাইরাল হওয়ায় ধন্দে পড়ে গিয়েছেন নেটাগরিকরা।

ভিডিয়োতে একটি স্থির ছবি ‘জুম’ করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ছবির শুরুতেই সাদা-কালো ফ্রেম। সেই ছবিটি বড় করতেই রঙিন একটি ছবি ভেসে ওঠে। তার পর সেই ছবি একটু বড় করতেই চোখে পড়বে একটি রঙিন ফ্রেম। সেই ফ্রমে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঘরের মধ্যে একটি বাক্সে কিছু ভরছেন। কয়েক হাত দূরে একটি কাচের জানলা।

Advertisement

সেই জানলা বড় করতেই চোখে পড়বে একটি নীলরঙা ট্রেন। সেই ট্রেনটিকে বড় করতেই চোখে পড়বে ট্রেনের ভিতরে বসে থাকা এক যাত্রী এবং তার একটি ক্যামেরা। সেই ক্যামেরার লেন্স বড় করতেই চোখে পড়বে দূরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে এক ব্যক্তি।

এ ভাবে একের পর এক ছবি, তার মধ্যে ছবি, তার মধ্যে আরও ছবি। ছবির শেষ কোথায় তা জানতে হলে ভিডিয়ো দেখতেই হবে।

Advertisement
আরও পড়ুন