Skincare Mistakes

মাস্ক হিসাবে ব্যবহার করুন বা স্ক্রাব, তিন উপকরণ মাখার আগে সাবধান

রূপচর্চার সহজ কৌশল রয়েছে সমাজমাধ্যমের ভিডিয়োয়। তা দেখেই এটা-ওটা মাখছেন অনেকেই। তিন উপকরণ মাখার আগে সাবধান না হলে ত্বকের মারাত্মক ক্ষতিও হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৩:০০
রূপচর্চার সময় তিন ভুল এড়িয়ে না চললেই বিপদ।

রূপচর্চার সময় তিন ভুল এড়িয়ে না চললেই বিপদ। ছবি:ফ্রিপিক।

নিমেষে সৌন্দর্য বাড়ানোর প্রলোভনে পা দিয়ে রূপচর্চা শুরু করেছেন? ভিডিয়ো বলছে, কালচে দাগ পরিষ্কার হবে তিন উপকরণে। শুধু বলছে না, দেখানোও হচ্ছে।

Advertisement

রুক্ষ ত্বকে জেল্লা ফিরছে, কালো দাগ উধাও হচ্ছে, ব্রণ কমছে এক দিনে। যা চোখে দেখা যায়, তা কি অবিশ্বাস করা যায়? এমন কথা বলছেন অনেকেই। আর এই সব দেখেশুনে রূপচর্চায় মন দিচ্ছেন। তা দেখেই আশঙ্কায় রূপচর্চার সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিত্ব থেকে চিকিৎসকেরা। নানা রকম প্রাকৃতিক উপকরণে রূপচর্চার কৌশল দেখানো হলেও সে সবের ব্যবহার না জানলে সমস্যা হতে পারে, বলছেন তাঁরা। জেনে নিন, কোন উপকরণ রূপচর্চার তালিকা থেকে বাদ দেওয়া দরকার বা ব্যবহার করলেও তার প্রয়োগ ভেবেচিন্তে করা উচিত।

বেকিং সোডা: রোদে পোড়া কালো ছোপ হোক বা কনুইয়ের কালো দাগ, বাহুমূল ঝকঝকে করতে বেকিং সোডা ব্যবহারের টোটকার সন্ধান রয়েছে সমাজমাধ্যমে। এক চামচ বেকিং সোডার সঙ্গে হলুদ গুঁড়ো, লেবুর রস মিশিয়ে নিতে বলা হচ্ছে। সেই ফাঁদে পা দিয়ে গায়ে, মুখে বেকিং সোডা ঘষলেন। হতে পারে কারও কিছু হল না। আবার স্পর্শকাতর ত্বক হলে এতেই ক্ষতি হতে পারে। পাতি লেবুর রস অ্যাসিডিক। তা সরাসরি মাখা একেবারেই ঠিক নয়। তার উপরে বেকিং সোডায় থাকা অ্যালক্যালাইন ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য নষ্ট করতে পারে। এতে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে, প্রদাহ হতে পারে।

মাজন: দাঁত মাজার মাজন মুখে মাখতে হবে? এ সব শুনে চমকান না কেউ। কারণ, ভিডিয়োর সামনে বসেই দেখিয়ে দেওয়া হচ্ছে তা। মাজন মুখে মেখে মিনিট পাঁচেক পর ধুয়ে ফেললেই ত্বক হয়ে উঠছে ঝকঝকে। কেউ মাজন লাগাচ্ছেন ব্রণে। কেউ আবার তা দিয়ে মাস্ক তৈরি করে মাখতে বলছেন। এই সব দেখেশুনে অনেকেই তার প্রয়োগও করছেন। ত্বকের চিকিৎসকেরা সাবধান করছেন, এই সব মাখলে ব্রণ কমা দূরের কথা, উল্টে ত্বকের ক্ষতি হতে পারে। প্রদাহ, জ্বালা তো বটেই, এমনকি এতে থাকা রাসায়নিকের প্রভাবে ত্বকে দাগ হয়ে যাওয়াও অসম্ভব নয়। তাই দাঁতের মাজন দাঁত পরিষ্কারের জন্যই, ত্বকের জন্য নয়।

অ্যাপেল সাইডার ভিনিগার: গত কয়েক বছরে অনেকেই অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে পরিচিত হয়েছেন। এর অনেক স্বাস্থ্যকর উপযোগিতা রয়েছে। ওজন কমানোর জন্য খাওয়ার আগে জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খান অনেকে। চুল থেকে ত্বকের পরিচর্যায় এই উপকরণটি ভাল বলে দাবি করা হয়। তা নিয়ে সন্দেহ না থাকলেও, এর ব্যবহারবিধি খুব গুরুত্বপূর্ণ। এতে অ্যাসিড জাতীয় উপাদান রয়েছে। সরাসরি ত্বক অথবা চুলের পক্ষে তা একেবারেই ভাল নয়। মাস্ক বা শ্যাম্পুতে ব্যবহার করতে হলে তা জল বা কিছুতে মিশিয়ে সামান্য কয়েক ফোঁটা মাখা যায়। মাত্রা বেশি হলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে, জ্বালাও হতে পারে।

Advertisement
আরও পড়ুন