Life Hacks

শুধু দাঁত নয়, টুথপেস্টের গুণে ঘরের কোন জিনিসগুলি চকচকে হয়ে উঠতে পারে?

মাজনের গুণেই করে ফেলতে পারেন ঘরের সাফাই। জেনে নিন, দাঁত মাজা ছাড়া আর কোন কোন সময় আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:১৬
টুথপেস্ট দিয়ে হবে কোন মুশকিল আসান?

টুথপেস্ট দিয়ে হবে কোন মুশকিল আসান? ছবি: সংগৃহীত।

দাঁত পরিষ্কার করা ছাড়াও বাড়ির নানা আটকে পড়া কাজে মুশকিল আসান করতে পারে টুথপেস্ট। সমাজমাধ্যমের নানা ভিডিয়ো দেখে ত্বক পরিচর্যায় অনেকেই এই উপাদানটি ব্যবহার করেন। তবে, এমন ভুল না করাই ভাল। এতে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন, দাঁত মাজা ছাড়া আর কোন কোন সময় আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

Advertisement

১)খুদের আঁকিবুকিতে আপনার ঘরের দেওয়াল ভরে গিয়েছে? নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়ালে মাখিয়ে নিন। তার পর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। খেয়াল রাখবেন এ ক্ষেত্রে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।

২) প্রিয় কাপটি থেকে চা বা কফির দাগ কিছুতেই উঠতে চাইছে না? কিছু ক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তার পর ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। মনে হবে, সদ্য দোকান থেকে কিনে আনলেন। বাথরুমের আয়নায় জলের দাগ লেগে পাতলা আস্তরণও মাজনের গুণে একে বারে সাফ হয়ে যায়।

৩) বর্ষায় জুতো পরে বেরোলেই কাদায় লেগে যায়! তবে একটু টুথপেস্ট নিয়ে স্নিকার্স বা চামড়ার জুতোয় লাগান। তার পর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে আপনার বহু ব্যবহৃত জুতো।

৪) পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তার পর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন রুপোর গয়না। এর পর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে সাধের গয়না।

৫) রান্না করার পরে কিছুতেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে ভাল করে ঘষে নিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

আরও পড়ুন
Advertisement