Emoji

Sexting: বান্ধবীর সঙ্গে চ্যাটে এই সব ইমো পাঠাচ্ছেন? ‘সেক্সটিং’-এর সময়ে কিন্তু বদলে যায় মানে

লিখে যৌনালাপ বা ‘সেক্সটিং’ এখন অনেকেরই স্বাভাবিক যৌনজীবনের অঙ্গ। এ ধরনের কথাবার্তায় কোন ইমো-র কী মানে, দেখে নিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৫:৪৩
‘সেক্সটিং’-এ কোন ইমোটিকনের কী মানে?

‘সেক্সটিং’-এ কোন ইমোটিকনের কী মানে? ছবি: সংগৃহীত

আপনার প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে লিখে লিখে যৌনতার কথা চালাতে ভাল লাগে? তা হলে মনে রাখুন, সেই ভাষারও ব্যাকরণ আছে।

১৭ জুলাই বিশ্ব ইমোটিকন দিবস। চ্যাট বা লিখে কথা বলার সময়ে এখন বেশির ভাগ মানুষ ‘ইমোটিকন’ ব্যবহার করেন। কিন্তু স্থানভেদে তারও অর্থ পাল্টে যায়। অর্থাৎ সাধারণ কথাবার্তার সময়ে একটি ইমোটিকনের যা অর্থ, যৌন-কথায় তা নাও হতে পারে।

Advertisement

লিখে যৌনালাপ বা ‘সেক্সটিং’ এখন অনেকেরই স্বাভাবিক যৌনজীবনের অঙ্গ। এ ধরনের কথাবার্তায় কোন ইমো-র কী মানে, দেখে নিন।

আগুন ইমো

আগুন ইমো

ফায়ার: এমনিতে আগুন। কিন্তু ‘সেক্সটিং’-এর সময়ে এর মানে, উল্টো দিকের মানুষটাকে দেখে মনে আগুন জ্বলছে। তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রচণ্ড ইচ্ছা জেগেছে মনে।

ওকে হ্যান্ড

ওকে হ্যান্ড

ওকে হ্যান্ড: এমনি সময়ে এর মানে— সব ঠিক আছে। লিখে যৌনালাপের সময়ে এর মানে— মহিলাদের যৌনাঙ্গ।

টাকো

টাকো

টাকো: মেক্সিকান রুটির রোল। এমনিতে সাধারণ একটি খাবার। কিন্তু ‘সেক্সটিং’-এ এরও মানে মহিলাদের যৌনাঙ্গ।

বেগুন

বেগুন

বেগুন: সাধারণ একটি আনাজ। আজ বাড়িতে বেগুন রান্না আছে বোঝাতে বন্ধুকে পাঠাতেই পারেন। কিন্তু যৌনালাপের সময়ে উল্টোদিকের মানুষটি এর মানে বুঝবেন— পুরুষ যৌনাঙ্গ।

ক্যামেরা

ক্যামেরা

ক্যামেরা: চুটিয়ে চলছে ‘সেক্সটিং’। তখন এর মানে, অন্য জনের নগ্ন ছবি দেখতে চান।

তবে বিষয়টা এখানে শেষ নয়। একের পরে অন্য ইমোটিকন বসিয়ে বানানো যায় আরও নানা রকম অর্থবহ যৌনইঙ্গিত। রইল তালিকা।

ফরাসি চুম্বন ইমোটিকন: 🇫🇷 👄

নিতম্ব ইমোটিকন: 🍑

অর্গাজম ইমোটিকন: 💦

পুরুষ এবং নারীর যৌন সম্পর্কের ইমোটিকন: 👉 👌

ওরাল সেক্স ইমোটিকন: 😛

পুরোদস্তুর সঙ্গমের ইমোটিকন: 🍆 🌮 💦

তবে তালিকা এখানেই শেষ নয়। এটা শুরু মাত্র। নেটদুনিয়ায়একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন এমন অসংখ্য ‘অর্থবহ’ ইমো। সেগুলি যৌনজীনকে আরও উত্তেজনাময় করে তুলতেই পারে।

Advertisement
আরও পড়ুন