Relationship Tips

বহু দিন একা থাকার পর এ বার ‘দোকা’ হতে চাইছেন? সঙ্গী খোঁজার আগে মাথায় রাখুন ৩ কথা

মনের মতো কাউকে না পেয়ে সঙ্গীহীনতায় ভুগছেন, এ সংখ্যাও নেহাত কম নয়। আবার তাড়াহুড়ো করারও কোনও প্রয়োজন নেই। ভেবেচিন্তে পা ফেলুন। নতুন সঙ্গী খোঁজার সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৮:২৪
Symbolic Image.

—প্রতীকী ছবি।

কাজ, ব্যস্ততা, দায়িত্ব, বন্ধুবান্ধব, অঢেল বিনোদন থাকলেও মন বিশেষ কারও কাছে বাঁধা পড়তে চায়। যে আশ্রয় হবে নিশ্চিন্তের। যাঁর কাঁধ হবে ভরসার। যেখানে খারাপ লাগা, ভাল লাগা সব উজাড় করে দেওয়া যাবে। ডেটিং অ্যাপের যুগে সঙ্গী খোঁজা খুব একটা কঠিন কোনও বিষয় নয়। তার উপর সমাজমাধ্যম তো রয়েছেই। রোজই নতুন মুখের সঙ্গে আলাপ হতেই থাকে। অনেক দিন একা থাকার পর ‘দোকা’ হতে চান অনেকেই। মনের মতো কাউকে না পেয়ে সঙ্গীহীনতায় ভুগছেন, এ সংখ্যাও নেহাত কম নয়। আবার তাড়াহুড়ো করারও কোনও প্রয়োজন নেই। প্রেমের স্রোতে ভেসে গিয়ে নির্বাচন ভুল হলেও পস্তাতে হতে পারে। ‘এর চেয়ে একাই ভাল ছিলাম’— এমন ভাবনা যেন মনে না আসে। তাই ভেবেচিন্তে পা ফেলুন। নতুন সঙ্গী খোঁজার সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

Advertisement

সম্পর্কের মেয়াদ সারা জীবনের না-ও হতে পারে

মনপ্রাণ দিয়ে যাঁকে ভালবাসছেন, তাঁর সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন সকলেই। ভালবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়েই প্রেমের সফর শুরু হয়। কিন্তু জীবন আর পরিস্থিতি অনিশ্চিত। সম্পর্কে শুরুটা মসৃণ হলেও মাঝপথে চ়ড়াই-উতরাই আসবে না, কে বলতে পারে! তাই ঘর বাঁধার স্বপ্নে বিভোর না থেকে মুহূর্তে বাঁচুন।

আদর্শ সঙ্গী বলে কিছু হয় না

বইয়ের পাতায় কিংবা সিনেমার পর্দায় রূপকথার মতো প্রেমের গল্প ফুটে ওঠে। পড়ে এবং দেখে মনে হয় এমন সঙ্গীই তো চাই জীবনে। তবে ভুলে গেলে চলবে না এগুলি সবটাই কাল্পনিক। বাস্তবে আদর্শ সঙ্গী বলে কিছু হয় না। কিছু না কিছু বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক। বরং চেষ্টা করলে দু’জন মিলে সেই ফাঁকফোঁকরগুলি ভরাট করে নিতে পারেন।

আবেগ নিয়ন্ত্রণে রাখুন

ভালবাসায়, প্রেমে আবেগটাই আসল। আবেগহীন সম্পর্কের নাম প্রেম হতে পারে না। এটা যেমন ঠিক, তেমনই শুরুতেই আবেগে ভেসে না যাওয়াই ভাল। আবেগে মন ডুবে থাকলে উল্টো দিকের মানুষটিকে যাচাই করে নিতে সমস্যা হবে।

Advertisement
আরও পড়ুন