Karan Johar on Relationship

এ যুগে সম্পর্ক কেমন হয়? কখন শুরু, কখনই বা শেষ! পাঠ দিলেন কর্ণ জোহর

সম্পর্ক কেমন হয় এ যুগে, না নিয়ে চিন্তাভাবনা করেছেন কর্ণ জোহর। তুলনা করলেন এ কালের বিনোদনের ভাষায়। কিন্তু কেন এমন উপলব্ধি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:০০
কর্ণ জোহর।

কর্ণ জোহর। —ফাইল চিত্র।

সম্পর্ককে একে-অপরকে সম্মান করতে শেখানো হত এক কালে। গুরুজনেরা বলতেন, সম্পর্কে জড়ালে তাকে যত্নে রাখতে হয়। গাছের চারার মতো জল-বাতাস-আলো দিতে হয়। এ যুগে অবশ্য ব্যাপারটা তেমন নয়। এখন আর সম্পর্ককে চারাগাছ ভাবে না কেউ। তবে কী ভাবে দেখা হয় সম্পর্ককে? উত্তর দিয়েছেন বলিউডের পরিচালক কর্ণ জোহর। তিনি বলছেন, ‘‘এখন সম্পর্ক ওটিটি শোয়ের মতো!’’

Advertisement

নিজের ইনস্টাগ্রামের স্টেটাসে কথাটি লিখেছেন কর্ণ। সাদা রঙের উপর গোটাগোটা কালো হরফে ‘বোল্ড’-এ লেখা আছে শব্দগুলি। হঠাৎ কেন ওই উপলব্ধি, তা অবশ্য জানাননি কর্ণ। কিন্তু নিজের উপলব্ধিকে ব্যাখ্যা দিয়েছেন। স্টেটাসের প্রথম লাইনের পরে লিখেছেন, ‘‘ওটিটি শো প্রথমটায় ভালই শুরু হয়। কিন্তু কিছু ক্ষণ দেখার পরে মাঝপথেই আসে হতাশা। তার পরে অন্য ওটিটি প্ল্যাটফর্মে কী চলছে, সে দিকে নজর যায়।’’ অর্থাৎ, করণ বলতে চেয়েছেন, এখনকার সম্পর্কে শুরুটা দারুণ হলেও মাঝপথে এসে দু’পক্ষ আগ্রহ হারাতে শুরু করে। আর তার পরে তারা আবার নতুন কোনও সম্পর্কের দিকে হাত বাড়িয়ে দেয়।

ছবি: ইনস্টাগ্রাম।

কর্ণের বন্ধুবান্ধব মূলত বলিউডের বলেই জানেন সকলে। পুরনোরা তো বটেই, বলিউডের নব প্রজন্মের নায়ক-নায়িকা যেমন সিদ্ধার্থ মালহোত্র, আলিয়া ভট্ট, অনন্যা পান্ডে, জাহ্ণবী কপূর, খুশি কপূর, বেদাং রায়নার সঙ্গেও পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভাল। এঁদের কেউ সম্পর্কে রয়েছেন। কারও বিয়ে হয়ে গিয়েছে। কর্ণ কাঁদের সম্পর্কের কথা ভেবে এমন লিখেছেন, তা এখনও ধাঁধাঁ।

তবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, নয়া প্রজন্মের সম্পর্কে ভাঙা-জোড়া আকছার ঘটছে এখন। যতটা ১০ বছর আগেও ছিল না। সরাসরি না বললেও এ যুগের সম্পর্কের ধারাকে যে তিনি সমালোচকের চোখেই দেখছেন, তা স্পষ্ট কর্ণের মন্তব্যে।

Advertisement
আরও পড়ুন