sex

Sex Tips: যৌনতায় অস্বস্তি! সঙ্গীকে তৃপ্তি দিতে সাহসী হোন বিছানায়, আর কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

যৌনতার সময় নতুন নতুন পন্থা ব্যবহার করুন। শুরুতে অস্বস্তি বোধ করলেও তা আপনার সঙ্গীকে খুশি করতে পারে এবং আপনাকেও সন্তুষ্ট করতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৯:১৮
মিলনের ক্ষেত্রে দুপক্ষের সম্মতিই প্রয়োজন।

মিলনের ক্ষেত্রে দুপক্ষের সম্মতিই প্রয়োজন। ছবি সংগৃহীত

যৌনতার বিষয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ থাকে । মিলনের সময় সঙ্গীর মনের চাহিদা পূরণ করতে না পারলে অনেকেই অস্বস্তিবোধ করেন। মনের মধ্যে সম্পর্কে তিক্ততা আসার আশঙ্কা কাজ করে।

অস্ট্রেলিয়ার এক যৌন বিশেষজ্ঞ নাদিয়া বোকোডি জানিয়েছেন কীভাবে আপনি এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারেন। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement

নিজের স্বচ্ছন্দের খোলস থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। যৌনতার সময় নতুন নতুন পন্থা ব্যবহার করুন। শুরুতে অস্বস্তি বোধ করলেও তা আপনার সঙ্গীকে খুশি করতে পারে এবং আপনাকেও সন্তুষ্ট করতে পারে। মিলনের সময়ে আড়ষ্টতা এড়িয়ে চলুন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অনেক দম্পতি সঙ্গীর চাহিদা বুঝতেই বেশ কয়েক মাস বা বছর সময় লাগিয়ে ফেলেন। আপনার সঙ্গী কি আদৌ মিলনের সুখ সঠিক ভাবে উপভোগ করছেন-তাই বুঝতে পারেন না অনেকে। একে অপরের সঙ্গে যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করুন। সঙ্গীর চাহিদা পূরণ করার চেষ্টা করুন। অবশ্যই সেই চাহিদা যেন আপনার পক্ষে শারীরিক বা মানসিক ভাবে কষ্টদায়ক না হয়, সেই দিকে অবশ্যই সতর্ক থাকুন।

মিলনের ক্ষেত্রে দুপক্ষের সম্মতিই প্রয়োজন। তাই একজন যদি কোনও কারণে অনীহা দেখান, তাহলে আরেকজনকে একটু ধৈর্য ধরতে হবে।

আরও পড়ুন
Advertisement