Pet Care Tips

শীতে পোষ্যকে কত দিন অন্তর স্নান করাবেন? কী ভাবে যত্ন নিলে সুস্থ থাকবে?

নিজেকে গরম পোশাকে মুড়িয়ে রাখছেন ঠিকই, কিন্তু পোষ্যের যত্ন না নিলে ঠান্ডা লেগে ওদেরও নানা রকম অসুখবিসুখ হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮
How does the cold affect pets’ bathing routines

শীতের সময়ে কী ভাবে পোষ্যের যত্ন নেবেন? ছবি: ফ্রিপিক।

দিন কয়েক হল শীতের পারদ চড়েছে। এই ঠান্ডায় পোষ্যদেরও সঠিক ভাবে যত্ন নেওয়া জরুরি। নিজেকে গরম পোশাকে মুড়িয়ে রাখছেন ঠিকই, কিন্তু পোষ্যের যত্ন না নিলে ঠান্ডা লেগে ওদেরও নানা রকম অসুখবিসুখ হতে পারে। এমনিতেও বাতাসে দূষণের মাত্রা বেশি। তার উপরে ঠান্ডার কারণে শ্বাসজনিত রোগও হতে পারে পোষ্য কুকুর বা বিড়ালের। তাই শীতকালে তাদের যত্নে রাখতে তাদের খাওয়াদাওয়ার উপর নজর দিন। এই সময় পোষ্যের ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। তাই পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে।

Advertisement

শীতে পোষ্যদের কত দিন অন্তর স্নান করানো উচিত, সে নিয়ে অনেকেই ভাবেন। এই বিষয়ে চেন্নাইয়ের ইস্ট কোস্ট হাসপাতালের পশু চিকিৎসক রচনা জানাচ্ছেন, পোষ্যের শরীর বুঝে সপ্তাহে এক দিন স্নান করাতে হবে। ঠান্ডায় ঘন ঘন স্নান করালে ওদের ত্বক আরও বেশি রুক্ষ হয়ে পড়বে। রোদ থাকতে থাকতে স্নান করালে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা অনেক কম। স্নান করানোর সঙ্গে সঙ্গে শুকনো তোয়ালে দিয়ে মুছিয়ে দিন পোষ্যের শরীর। ভিজে গায়ে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে।

ঠান্ডার সময়ে বাইরে নিয়ে গেলে গরম পোশাক পরাতেই হবে। রাতে ঘুমনোর সময়ে হালকা কম্বল গায়ে জড়িয়ে দিন। বাইরে থেকে ঘুরে আসার পরে ভাল করে পায়ের থাবা মুছিয়ে পরিষ্কার করে দেবেন।

পোষ্যদের খাবারে অনেক বাছবিচার রয়েছে। সব কিছু তারা খেতে পারে না। যে খাবারগুলি খেতে পারে তার মধ্যে থেকেই স্বাস্থ্যকর খাবারগুলি বেছে নিন। ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার খাওয়াতে পারেন। মাছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস। এই অ্যাসিড পোষ্যকে ভিতর থেকে আর্দ্র রাখে। মিষ্টি আলু, সবুজ শাকসব্জি, বেরিজাতীয় ফল পোষ্যের ত্বক ভাল রাখতে সাহায্য করে। তবে পোষ্যের ডায়েট নিয়ে কোনও পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন।

পোষ্যকে বেশি করে জল খাওয়াতে হবে। শরীরে জলের ঘাটতি হলে নানা অসুখবিসুখ হতে পারে। ঠান্ডায় বাড়ির পোষ্যের যদি হাঁপানির মতো লক্ষণ দেখা দেয়, যেমন লাগাতার কাশি, শ্বাসকষ্ট, চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়, তা হলে দেরি না করে পশু চিকিৎসককে দেখিয়ে নিতে হবে। সঠিক সময়ে নেবুলাইজ়ার, ইনহেলার, স্টিম ভেপার বা অক্সিজেন চিকিৎসা করলে বিপদের ঝুঁকি কমবে।

Advertisement
আরও পড়ুন